করোনা ভাইরাসকে দূর্বল করে দিতে পারে এই সূর্যগ্রহন, চাঞ্চল্যকর দাবি চেন্নাইয়ের বিজ্ঞানীর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) সংক্রমণ যত বাড়ছে বিজ্ঞান মহলও করোনার প্রতিষেধক নিয়ে দিনরাত এক করে দিচ্ছেন। এরই মধ্যে চেন্নাইয়ের এক বিজ্ঞানী করে বসলেন চাঞ্চল্যকর দাবি। ২০১৬ সালের সূর্যগ্রহনের ( solar eclipse) সাথে করোনা ভাইরাসের সংযোগ রয়েছে বলে দাবি তার।

IMG 20200615 WA0060

তিনি জানান, ঐ সূর্যগ্রহনের পর পৃথিবীতে হওয়া কিছু ধাতব পরিবর্তনের কারনেই করোনা সংক্রমণ হয়েছে। তার আশঙ্কা ২০১৬ সালে সূর্যগ্রহনের সময় পৃথিবীর বায়ুমন্ডলে বায়ো নিউক্লিয়ার ফিউশন করোনার কারন হতে পারে।

IMG 20200615 WA0061

তিনি আরো দাবি করেছেন, এই রাসায়নিক বিক্রিয়া হয়েছিল চীনের বায়ুমন্ডলে। যদিও বক্তব্য এর স্বপক্ষে কোনো প্রমান এখনো দিতে পারেননি কে এল সুন্দর কৃষ্ণা নামের ঐ বিজ্ঞানী৷ তার মতে এই সূর্যগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। এই সূর্যগ্রহনে নতুন কোনো রাসায়নিক বিক্রিয়ায় করোনা সংক্রমণ স্তিমিত হয়ে যাবে বলেই আশা তার।

IMG 20200615 165750

পরপর তিনটি গ্রহণের দ্বিতীয়টি ২১ শে জুন। ঐ দিন এক বিরল মহাজাগতিক দৃশ্য এর সাক্ষী হবে কলকাতা সহ পৃথিবীর নানা স্থান। চাঁদের ছায়ায় ভরদুপুরে অন্ধকার ঘনিয়ে আসবে চরাচরে। ভারত, চিন, পাকিস্তান, কঙ্গো, ইথিওপিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ।

IMG 20200615 WA0059

জানা যাচ্ছে, ২১শে জুন সূর্যের আংশিক গ্রহণ হবে। সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। ১০.১৭ মিনিটে পূর্ণমাত্রায় গ্রহণ চলবে। সর্বোচ্চ সীমায় পৌঁছবে ১২.১০ মিনিটে। ২.০২ মিনিটে পূর্ণ মাত্রার গ্রহণ শেষ হবে। ৩.০৪ মিনিটে সম্পূর্ণ হবে গ্রহণ। এর আগে ৫ জুন চন্দ্র গ্রহণ হয়েছিল।


সম্পর্কিত খবর