‘ভিডিও ফাঁস করে দেব’, মারিনা কুওয়ারকে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে ভূষন কুমারকে হুমকি সোনুর

বা‌ংলাহান্ট ডেস্ক: ফের বিষ্ফোরক মন্তব‍্য সোনু নিগমের (sonu nigam)। এর আগেই বলিউডের সঙ্গীত জগতের আসল রূপ তুলে ধরেছিলেন তিনি। সঙ্গীত জগতের অবস্থাও অভিনয় ইন্ডাস্ট্রির তুলনায় ভাল কিছু নয়। এখানেও রয়েছে স্বজন পোষনের রীতি। উঠতি গায়ক-গায়িকা, লিরিসিস্ট, কম্পোজারদের অবহেলা করে কাজ দেওয়া হয় পরিচিত নামজাদা ব‍্যক্তিত্বদের। এমনই চাঞ্চল‍্যকর দাবি করেন সোনু।
এবার ফের একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। আগের ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির ছয় জন হেভিওয়েট তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, সংবাদ মাধ‍্যমে সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু সোনু দাবি করেন আগের ভিডিওতে কারওর নামই নেননি তিনি। তবে তিনি জানান, এই ভিডিওতে টি সিরিজের অধিকর্তা ভূষন কুমারের নাম উল্লেখ করতে তিনি বাধ‍্য। তাঁর বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় গায়ককে।

images 2020 06 23T171650.334
ভিডিওতে মারিনা কুওয়ারের নাম উল্লেখ করে সোনু বলেন, তাঁর ভিডিও এখনও পড়ে রয়েছে তাঁর কাছে। সোনুর পেছনে লাগলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দেন তিনি। এরপরেই তোলপাড় শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। সোনুর মুখে মারিনা কুওয়ারের নাম শুনে তাঁকে নিয়ে শুরু হয় চর্চা।
তিন বছর আগে গুরমিত রাম রহিমের কেসে নাম উঠে এসেছিল অভিনেত্রী তথা মডেল মারিনা কুওয়ারের। তিনি অভিযোগ করেছিলেন ছবিতে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে ডেরায় নিয়ে যান রাম রহিম ও অশ্লীল ভাবে স্পর্শ করেন।

https://www.instagram.com/tv/CBuhzliheli/?igshid=4f1nbv9mzlhk

এরপর ২০১৮ সালে ফের সংবাদ শিরোনামে উঠে আসে মারিনার নাম। এক সাক্ষাৎকারে তিনি ভূষন কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। মারিনা জানান, হানি সিংয়ের একটি মিউজিক ভিডিওতে কাজ করার সুবাদে ভূষন কুমারের অফিসে যান তিনি। কিন্তু সময়ের অভাবের অজুহাতে তাঁকে বাড়িতে ডাকেন ভূষন কুমার।

https://youtu.be/G1g3eE2Ig5U

মারিনা অভিযোগ করেন, বাড়িতে তিনি দেখা করতে গেলে তাঁকে যৌন হেনস্থা করেন ভূষন। স্ত্রী ফোন করার পর ভূষন সেখান থেকে পালিয়ে যান বলেও জানান মারিনা। বিষয়টা কিছুদিন চর্চায় থাকলেও পরে সব ঝিমিয়ে যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর