প্রাক্তন ক্রিকেটারদের নারীরূপের ছবি প্রকাশ হরভজনের, দাদা জানালেন কাকে তিনি ডেট করতে চান

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল (viral) ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। কিন্তু এবার ইন্সটাগ্রামে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নারীরূপের ছবি দিলেন তারকা স্পিনার হরভজন সিংহ (harbhajan singh)। মুহূর্তে ভাইরাল হওয়া সেই পোস্টটিতে কমেন্ট করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav ganguly)।

everything you need to know about bcci president sourav ganguly 920x518 2

লকডাউনে এই মুহুর্তে গোটা ভারতে জেন্ডার সোয়াপ অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নিজেদের নারী বা পুরুষ রূপের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন নেটিজেনরা। আর সেই সব ছবি দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেট পাড়া৷

নেট পাড়ার এই জেন্ডার সোয়াপের জ্বরে আক্রান্ত ভারতীয় দলের ক্রিকেটাররাও। এর আগে যুবরাজ সিং বেশ কয়েকজন ভারতীয় দলের ক্রিকেটারের নারী রূপের ছবি দিয়ে জানতে চেয়েছিলেন কার সাথে ডেট করতে চান। সেখানে ভুবনেশ্বর কুমারের পাল্লাই ভারী ছিল। এবার হরভজনও করলেন একই কান্ড।

ভাজ্জি ভারতীয় দলের প্রাক্তনীদের একটি কোলাজের জেন্ডার সোয়াপ সংস্করণও আপলোড করেছেন।এতে যুবরাজ ও হরভজনের সাথে রয়েছে সাথে শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, জাহির খান, আশীষ নেহরার ‘ফিমেল অবতার’।
আর এই পোস্টেই রসিকতা করে জবাব দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তিনি বললেন, মাঝখানের সানগ্লাস পড়া নারীটির সাথে ডেটে যেতে চান। দেখে নিন সেই পোস্টটি

https://www.instagram.com/p/CBxfLF0BVYl/?igshid=1lqn8rgw7w7lr

20200625 112026

সম্পর্কিত খবর