বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মধ্যেই বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ একটি প্রীতি টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেই প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণ শুরু হয়েছে। এবার সেই করোনা সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে। এবার মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন খোদ নোভাক জোকোভিচের কোচ। ইনি ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন এই প্রীতি টেনিস প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নোভাক জোকোভিচ সহ চার টেনিস খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হল নোভাক জোকোভিচের কোচ গোরান ইভানিসেভিচের নামও। ক্রোয়াশিয়ার এই প্রাপ্তন তারকা জানিয়েছেন, “গত 10 দিনে আমি দুবার করোনা পরীক্ষা করেয়েছি কিন্তু সেই সময় আমার শরীরে কোন প্রকার করোনা ভাইরাস সংক্রমণের কারণ লক্ষ্য করা যায়নি। তবে এইদিন ফের করোনা পরীক্ষা করার পরে শুক্রবার আমার শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।”
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের করোনা সংক্রমণ কথা জানিয়েছেন গোরান ইভানিসভিচ। তিনি নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়ে লিখেছেন যে, “গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলকে জানানো হচ্ছে আমি করোনা ভাইরাস পজেটিভ, তাই তারা প্রত্যেকেই যেন নিজের নিজের পরিবার এবং প্রিয়জনের থেকে সুরক্ষিত দূরত্ব বজায় রাখেন।”