মাত্র ৫৬ টাকা বিনিয়োগ করেই পান ২৩ লাখ; সাথে এলআইসির সুরক্ষা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় বিমা সংস্থা এল.আই.সি (lic) দেশের নাগরিকদের জন্য এনেছে আরো এক অভিনব পলিসি। এই পলিসিতে মাত্র ৫৬ টাকা প্রতিদিন বিনিয়োগ করেই আপনি আয় করতে পারবেন ২৩ লাখ টাকা।

এই পলিসিটির নাম জীবন উমঙ্গ। এই পলিসির আওতায় একশ বছর ইন্সুইরেন্স কভার পাওয়া যায়। ম্যাচুরিটি হয়ে গেলে বা পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিজনদের পুরো টাকাটাই দিয়ে দেওয়া হয়। ৯০ দিন থেকে ৫৫ বছর বয়সী যে কেই এই পলিসি নিতে পারে। প্রিমিয়াম পেয়িং টার্ম অর্থাৎ পিপিটি ১৫, ২০, ২৫ ও ৩০ বছরের জন্য নির্ধারিত।

এই পলিসির সবচেয়ে বৈশিষ্ট্যটি হ’ল যদি প্রিমিয়ামের শেষ অবধি সমস্ত কিস্তি পরিশোধ করা হয়, তবে পলিসি হোল্ডারকে গ্যারান্টি সহ ন্যূনতম পরিমাণ টাকা দেওয়া হবে। সুতরাং আপনি প্রতি বছর 8% জীবন বীমা রিটার্ন পান। এই নীতিমালায় একটি ছোট বিনিয়োগ করা আপনার আজীবন অর্থ উপার্জন করে। অর্থাৎ পুরো কিস্তি পরিশোধ করার পরেও সুবিধাটি অব্যাহত থাকবে।

এই পলিসিতে প্রতি মাসে আপনাকে দিতে হবে ১৭৭৯ টাকা। অর্থাৎ দিনে প্রায় ৫৬ টাকা। আপনি চাইলে ৩ মাস, ৬ মাস বা ১ বছরের কিস্তিতেও দিতে পারেন। কেউ যদি 43 বছর বয়সে 15 বছরের প্রিমিয়াম পেইং টার্ম প্ল্যান (56 বছর টার্ম) বিকল্প চয়ন করে থাকেন তবে মোট 30,7,575 এর প্রিমিয়াম দিতে হবে। এই টাইম পিরিয়ডের সময় প্রতিদিন ৫৬ টাকা হিসাবে পলিসি গ্রাহক মোট মোট 23,87,500 টাকা পাবেন।

পাশাপাশি, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এলআইসির ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবেন। অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাংকের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে।

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা এখন নিখরচায় এলআইসির ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। তাছাড়া কারও পক্ষে অনলাইনে প্রিমিয়াম দেওয়া সম্ভব না হলে অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাংকের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে।

এছাড়াও যে সমস্ত গ্রাহকদের পলিসি এই লকডাউন চলাকালীন ম্যাচিউর হচ্ছে, তাঁদেরও টাকা পেতে কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে L.I.C। এছাড়াও কোনও পলিসি বন্ধ হয়ে গিয়ে থাকলে কোনও কারণ না দেখিয়েই অনলাইনে তা চালু করা যাবে।

সম্পর্কিত খবর

X