ধোনি নয়, ২০১৯ বিশ্বকাপ খেলা এই তিনজন ক্রিকেটারকে ২০০৩ বিশ্বকাপেও নিতেন সৌরভ গাঙ্গুলি।

2003 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বেই 2003 বিশ্বকাপ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল এবং রানার্সআপ হয়েছিল ভারত। 2019 বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল।

এইদিন ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়ানক আগারওয়াল প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কে প্রশ্ন করেন যে 2019 বিশ্বকাপ খেলা কোন তিনজন ক্রিকেটারকে তিনি 2003 বিশ্বকাপ দলে নিতেন?

2305568030db26148da901bbc7cc68a580a16d4277f96afaf29312963d5e26e8ea2cbdaf2

এই প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন 2019 বিশ্বকাপ দল থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে তিনি 2003 বিশ্বকাপ দলে নিতে চাইতেন। এর ব্যাখ্যা দিয়ে মহারাজ বলেছেন সেই বিশ্বকাপে আমরা দারুন বোলিং করেছিলাম, কিন্তু তার সত্বেও 2019 বিশ্বকাপ খেলা বুমরাহকে 2003 বিশ্বকাপে নিতাম কারণ বুমরাহ মধ্যে রয়েছে এক অসাধারণ প্রতিভা। এছাড়াও মহারাজা জানিয়েছেন তিনি রোহিত শর্মা কে দিয়ে ওপেন করাতেন এবং বিরাট কোহলিকে নামাতেন তিন নম্বরে। এই তিনজন কে দলে নেওয়ার ফলে স্বাভাবিক ভাবেই সৌরভ গাঙ্গুলির দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর