বিগ ব্রেকিং! ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ বাতিলের পথে।

অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। সেই সফরে একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজ হত দুই দলের মধ্যে। ইতিমধ্যেই এই সিরিজের সূচীপত্র ঘোষণা হয়ে গিয়েছে। আগামী 11 ই অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে সেই টি-টোয়েন্টি সিরিজ বাতিল হয়ে যেতে পারে।

করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে আইপিএল অনুষ্ঠিত হয়নি। সেই কারণে অক্টোবর মাসে আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই। তারই সরাসরি প্রভাব পড়বে এই সিরিজে। আইপিএল আয়োজনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সিরিজ বাতিল হবার সম্ভাবনা তৈরি হয়েছে।

149728358a8b6311422557e1afef2d69989be3d3e4d40c1d595dfad52a88e59b6debd789b

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই সময়টা কাজে লাগিয়ে অক্টোবর মাসে আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই। যদি আইপিএল হয় তাহলে সেক্ষেত্রে অক্টোবরের 11 তারিখ থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজে সরাসরি তার প্রভাব পড়বে। এছাড়াও ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজেও এর প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যেই বিসিসিআই এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ইঙ্গিত দিয়ে রেখেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর