বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক ক্ষেত্রে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না চীনের (china)। লাদাখে ভারতের (india) চাপে পিছু হাঁটতে বাধ্য হয়েছে চীনা সেনা। আবার চীনের ৫৯ টি অ্যাপ ব্যান করায় ভারতের কাছে অর্থনীতিতে জোর ধাক্কা খেয়েছে চীন। এবার ফের একবার ভারতের কাছে পরাজয় স্বীকার করল চীন। এবার চৌষট্টি খোপের লড়াইয়ে।
অনলাইন স্পিড চেস চ্যাম্পিয়নশিপের ( online speed chess championship) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও চীনের দুই প্রতিযোগী। সেখানেই ভারতের তারকা দাবারু হারিয়ে দেন চীনের দাবারুকে৷ বিশ্বের দুনম্বর হাম্পি হারিয়েছেন চিনের হোউ ইফানকে। যিনি এই মুহুর্তে ক্রমতালিকায় শীর্ষে অর্থাৎ বিশ্বের এক নম্বর দাবারু। হাম্পির কাছে তিনি হেরেছেন ৬-৫-এ।
এই টুর্নামেন্টের প্রথম থেকেই লাগাতার দারুন পারফর্ম করেছেন হাম্পি। রাশিয়ার ভ্যালেন্টিনা গুনিনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন হাম্পি। সেখানেও তার পক্ষে ফল হয়েছিল ৬-৫।
২০ জুলাই হাম্পি এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। অন্য সেমিফাইনালে রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুক ও ইরানের সারসাদত খাদেমলশরিয়ার মধ্যে বিজয়ী প্রতিযোগীর সাথে।
কোনেরু হাম্পি একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার এবং বর্তমান মহিলা ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়ন। ২০০৭ সালের অক্টোবরে, জুডিট পোলগারের পরে তিনি দ্বিতীয় মহিলা খেলোয়াড় হয়েছিলেন।
২০০২ সালে, কোনেরু ১৫ বছর, 1 মাস, 27 দিন বয়সে 15 মাস, 1 মাস, 27 দিন বয়সে গ্র্যান্ডমাস্টার (একমাত্র মহিলা গ্র্যান্ডমাস্টার নয়) উপাধি অর্জনে সর্বকনিষ্ঠ মহিলা হয়েছিলেন। জুডিট পোলগারকে আগের মাসটি তিন মাসের ব্যবধানে পরাজিত করেছিলেন। এই রেকর্ডটি ছিল পরবর্তীকালে ২০০৮সালে হাউ ইয়িফান ভেঙে যায়।