দিল্লির ডেপুটি কমিশনার রোমান্টিক হিন্দি গানের নায়ক! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল অভিষেকের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পদ ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS. ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ পদ সামলানোর সাথে সাথেই রোম্যান্টিক হিন্দি গানের (hindi song) মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন IAS অভিষেক সিং। গানটি এই মুহুর্তে সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল (viral video) হয়েছে। আলোচনা চলছে অভিষেককে নিয়েও।

images 2020 07 23T112913.615

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

images 2020 07 23T112759.578

রোলক কোহলি এবং বি প্রাকের গান ‘দিল টোড় কে’ তে আরও আছেন কশিষ ভোহরা ও যুবিন শাহ। এর আগে, অভিষেককে প্রশংসিত শর্ট ফিল্ম চর প্যান্ড্রাতেও দেখা গিয়েছিল। মিউজিক ভিডিওটি এক সপ্তাহেই 31 মিলিয়ন ভিউ অর্জন করেছে। টুইটারে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিনেতা অভিষেক সিং এর স্তুতি। দিল্লির ডেপুটি কমিশনার কিভাবে দুটি কঠিন কাজ এক সাথে সামলাচ্ছেন এই যুবক, তা ভেবে আপ্লুত নেট দুনিয়া।

অভিষেককে দেখে আপ্লুত নেট জনতা। তার সামাজিক মাধ্যম একাউন্টটিতে উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা। তার ভক্তেরা ইতিমধ্যেই ‘IAS Turned actor’ ট্রেন্ড করতে শুরু করেছে। এক জনৈক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘ছোট ছোট স্বপ্নের জন্যই চিরকাল বেঁচে থাকা , আপনি প্রত্যেকেরই অনুপ্রেরণা, যাদের ভিতরে স্বপ্ন রয়েছে ‘

https://twitter.com/Abhishek_asitis/status/1283278788822884352?s=19

https://twitter.com/Kriya_07/status/1285948464971386880?s=19

https://twitter.com/RinwaMeelRitu/status/1283316328716091393?s=19

https://twitter.com/SukirtiShukla5/status/1283461620111302657?s=19

 

সম্পর্কিত খবর