ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছেন নেহা, ভাই টনি কক্কর ভিডিও করে বললেন, ‘নতুন প্রতিভা’!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (neha kakkar)। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছে একটি আলাদা গায়কী। তবে শুধু নেহা একা নয়, তাঁর ভাই টনি কক্করও (tony kakkar) বেশ ভাল গান গান।
ভাই বোনের মধ‍্যে মাঝে মাঝেই মজার খুনসুটি দেখতে পান অনুরাগীরা। সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন নেহা। ভিডিওতে টনি বলেছেন, এই লকডাউনে গানের পাশাপাশিও একটি নতুন প্রতিভা খুঁজে পেয়েছেন নেহা। আর তা হল ‘মিউজিক‍্যাল নাক ডাকা’।

jpg 8
আসলে ঘুমিয়ে নাক ডাকেন গায়িকা। অদ্ভূত ভাবে গানের তালের সঙ্গে সঙ্গে নেহার নাক ডাকাও ছন্দবদ্ধ হয়ে গিয়েছে। তবে টনির গান শুনেই নেহার ঘুম ভেঙে যায়। বিষয়টা বুঝতে পেরেই ভাইকে বালিশ ছুঁড়ে মারেন গায়িকা। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছে এই ভিডিও দেখে। ভাই বোনের এই মিষ্টি খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন নেটজনতা।

https://www.instagram.com/p/CC49a4LjWQU/?igshid=v3i4yeed79lw

প্রসঙ্গত, গানে নিজের কেরিয়ার বানাতেই উত্তরাখন্ড থেকে মুম্বই পাড়ি দেন নেহা ও তাঁর ভাই টনি কক্কর। একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন নেহা। সেখানে বিজয়ী হন তিনি। এরপরেই শুরু হয় তাঁর গানের কেরিয়ার। বলিউডে সুযোগ পান তিনি। নেহার প্রথম গান ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটিতে প্রথম শোনা যায় নেহার কণ্ঠস্বর। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোনো গানগুলি নতুন ঢঙে গাইতে যে বেশ পারদর্শী নেহা কক্কর তা সকলেই জানেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর