বাহন ইলিশ মাছ, এই দেবতার উপাসনা করেন হিন্দু-মুসলিম উভয়ই

বাংলাহান্ট ডেস্কঃ ‘লাল মেরি রাখিও ভালা ঝুলেলাল’ – সিন্ধের (sindh) জনপ্রিয় এই লোকসংগীত শোনেনি এমন লোক ভারত (india) ও পাকিস্তানে (pakistan) খুব কমই আছেন। কিন্তু ‘ঝুলেলাল’ (jhulelal) কে? কেনই বা তাঁর কাছে সন্তানের মঙ্গলকামনায় এই মিনতি? আসুন জেনে নি ইলিশ বাহন এই দেবতা সম্মন্ধে

images 2020 07 24T124109.526

 

বুক পর্যন্ত নেমেছে ধবধবে সাদা দাড়ি, দেহ গৌরবর্ণ ও দীর্ঘকায়, ইলিশের পিঠে পদ্মাসনে বসা এই দেবতা আদতে সিন্ধ প্রদেশের নাগরিক। কিন্তু ঝুলে লালকে ধর্ম বা দেশের সীমায় বাঁধা যায়নি কখনো। সিন্ধু নদের দেবতা ঝুলে লাল মুসলিমদের কাছে পরম পূজনীয় জিন্দা পীর। সুফী রাজধানী সিন্ধের দেবতার বাহন বাংলার ইলিশ।

images 2020 07 24T124150.524

আবার দেবতা ঝুলেলালের সাথে জড়িয়ে রয়েছে এমন এক লোক গাঁথা যা হিন্দু মুসলিম ধর্মসমন্বয়ের বার্তাবহ। কিংবদন্তি অনুসারে মিরখশাহ নামে অত্যাচারী মুসলিম শাসকের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করবার জন্য সিন্ধু নদীতে দেবতার আহ্বান করেন৷ ইলিশ বাহন দেবতা তার ভক্তদের আশ্বাস দেন তিনি অন্যায়ের নিরসন করতে জন্ম নেবেন।

images 2020 07 24T123948.619

মান্যতা অনুসারে ১০০৭ খ্রিষ্টাব্দে ঝুলেলাল সিন্ধ পরিবারে উদেরোলাল নাম নিয়ে জন্মগ্রহণ করেন। উদেরোলাল একজন বৃদ্ধ যোদ্ধার রুপ নিয়ে মিরখশাকে পরাস্ত করেন এবং সিন্ধ প্রদেশে হিন্দু-মুসলমান সমানাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বীজ বপন করেন।

images 2020 07 24T124123.701

ঝুলে লালের সাথে রয়েছে ইলিশেরও মিথ। সেই পর্ব অন্য আরেকদিন। কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে যেভাবে ধর্মান্ধতা বাড়ছে, হানাহানি বাড়ছে । এই সময়ে দাঁড়িয়ে উদোরি লালের  পথ আমাদের সকলকেই অনুসরণ করা উচিত।

সম্পর্কিত খবর