বাংলাহান্ট ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন ভারতবর্ষের সমস্ত খেলাধুলা বন্ধ থাকায় এমনিতেই ক্রিকেটপ্রেমী ভারতবাসীর মন খারাপ হয়ে গেছে। আর এমন সময় আইপিএল হওয়ার খবর পেয়ে বেশ খুশি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন এই বছর আইপিএল ভারতবাসীর মেজাজটাই পাল্টে দেবে।
করোনা ভাইরাসের কারনে এই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করে দিয়েছে আইসিসি। সেই কারণে আইপিএল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই। বিসিসিআই এর তরফে জানানো হয়েছে এই বছর 19 শে সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীর মাটিতে বসতে চলে আইপিএলের আসর।
এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর এবারের আইপিএল নিয়ে বলেছেন এবারের আইপিএলে কে চ্যাম্পিয়ন হল? কে রানার্স হল? কোন ব্যাটসম্যান সবথেকে বেশি রান পেল? কোন বোলার সব থেকে বেশি উইকেট পেল? এই সবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। করোনাকে জয় করেও যে এবার আইপিএল হবে এটাই মনে রাখবে আপামর ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও ধোনির প্রসঙ্গে বলতে গিয়ে গম্ভীর বলেন, ধোনি যদি নিজে খেলা চালিয়ে যেতে পারে ধোনি যদি মনে করে ও এখনো ম্যাচ ফিট তবে অবশ্যই ধোনির খেলা চালিয়ে যাওয়া উচিত। এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।