বাংলাহান্ট ডেস্ক: ফ্লিপকার্ট (flipkart) বর্তমান আধুনিক জীবনে আমাদের দৈনন্দিন কেনাকাটার গুরুত্বপূর্ণ অংশ। মোবাইল থেকে পোষাক, রান্নাঘরের সামগ্রী থেকে ঘড়ি ইকমার্স মার্কেটে ফ্লিপকার্ট এখন খুবই জনপ্রিয়। এই মুহুর্তে যখন আমরা করোনার কারনে তেমন ভাবে কেনাকাটা করতে পারছি না, তখন ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিগ সেভিং ডেজ সেল ( Flipkart big saving days sale ) । ৬ থেকে ১০ আগস্ট চলবে এই সেল। জেনে নিন এই সেল সম্পর্কে বিশদে
প্রতিবারের মত এবারও ফ্লিপকার্ট প্লাসের গ্রাহকেরা এই অফার পাবেন ৫ ঘন্টা আগে। ৫ আগস্ট রাত ৮ টা থেকেই তারা এই সুবিধা পাবেন।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সেলের প্রি বুকিং। ২ আগস্ট থেকে ৩০ টাকা আগাম বুকিং ফি দিয়ে বুক করতে পারবেন গ্রাহকরা। বুকিং করার শেষ দিন ৪ আগস্ট
আইসিসি আই ও সিটি ব্যাংকের ডেবিট কার্ডে পাওয়া যাবে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। পাশাপাশি রয়েছে নো কস্ট ইএমআই এর সুবিধাও।
এই সেলে বিউটি প্রোডাক্টের ওপর রয়েছে ৭০ শতাংশ অবধি ছাড়। জেন্স টি শার্টের ওপর ছাড় মিলবে কমপক্ষে ৫০% । মহিলাদের পোষাকে রয়েছে ৭০% অবধি ছাড়।
জুতোয় ছাড় ৪০-৮০%, ব্লু টুথ হেডফোন ও স্মার্ট ঘড়ির ওপর ছাড়ের পরিমান ৭০% । খাবারের ওপর ছাড় রয়েছে ৩০ শতাংশ।
পাশাপাশি প্রতিদিনই ( ৬ – ১০ আগস্ট ) রাত দুটোর সময় চলবে রাশ আওয়ার। সমস্ত প্রোডাক্টের ওপর এই বিশেষ সময়ে মিলবে অবিশ্বাস্যউপহারও
পাশাপাশি এই কয়দিন বিশেষ কিছু গেম খেলে বা স্টেপ ফলো করে পাওয়া যাবে আইফোনের মত দুর্দান্ত সব উপহারও