সংবিধানের মূল অনুলিপিতে রয়েছে ভগবান শ্রী রামের ছবি, শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজনের প্রাক্কালে পেশ করলেন এক গৌরবময় তথ্য। সেজে উঠেছে অয্যোধ্যা নগরী। চলছে রাম মন্দিরের ভূমি পূজনের তোরজোর। আর এই শুভ লগ্নে সকলেই সেই শুভ মুহূর্তের দিকে তাকিয়ে রয়েছে।

Een5FXDU8AAqseQ

উৎসবে সামিল হবে মার্কিনমুলুকও
গোটা ভারতের পাশাপাশি আজ এই আনন্দ উৎসবে মেতে উঠবে সুদূর মার্কিনমুলুকও। আজ সেখানেই ফুটে উঠবে ভগবান শ্রীরামের প্রতিমূর্তি, ভেসে উঠবে জয় শ্রী রাম শ্লোগানও। সমগ্র ভারত আজ অকাল দীপাবলির আনন্দ উৎসবে মেতে উঠবে।

ভগবান রামের ছবি শেয়ার করলেন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ 
এই শুভ মুহূর্তের প্রাক্কালে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সংবিধানের একটি অনুলিপি ট্যুইট করলেন। সেইসঙ্গে জানালেন, ‘সংবিধানের মূল অনুলিপিতে মৌলিক অধিকার বিষয়ক অধ্যায়ের শুরুতে শ্রী রামের একটি স্কেচ রয়েছে। তার সঙ্গে রয়েছেন মাতা সীতা এবং ভাই লক্ষণও। এই ছবিটি রাবণ বধের পর অয্যোধ্যা ফিরে আসার চিত্রও হতে পারে’।

অভিনন্দন জানালেন অনেকেই
রবি শঙ্কর প্রসাদের করা এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একটি আনন্দ অভিনন্দন মূলক ট্যুইট করলেন। সেইসঙ্গে এই রাম মন্দির নির্মানের বিষয়ে তাঁদের খুশিও ব্যক্ত করলেন।

Smita Hari

সম্পর্কিত খবর