বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (Covid-19) মানুষের ফুসফুসকে (lungs) প্রধান টার্গেট করে, এমনটা এই রোগ ছড়ানোর প্রথম দিন থেকেই শোনা গিয়েছিল। চীনের মহামারি করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে গ্রাস করে নিয়েছে। সমগ্র বিশ্বের বিজ্ঞানী এবং গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে নিয়োজিত রয়েছে।
আশার আলো দেখাচ্ছে রাশিয়া
এই সংকটের মধ্যে আশার আলো দেখিয়েছে রাশিয়া। অক্টোবরের মধ্যেই করোনা ভ্যাকসিন গণ টিকাকরন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্য়মন্ত্রী। তবে এক্ষেত্রে প্রথমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে চিকিৎসক এবং শিক্ষকদের।
দুঃসংবাদ শোনাল উহানের সংস্থা
তবে এরই মধ্যে আরও এক ভয়ানক খবর শোনাল উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের পরিচালক পেং ঝিয়ংয়ের নেতৃত্বে একটি দল। ১০০ জন করোনা রোগ থেকে নিষ্কৃতি প্রাপ্ত মানুষের উপর গবেষণা করে তারা জানিয়েছে, করোনা থেকে মুক্তি ঘটলেও, মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন না।
আক্রান্ত হচ্ছে মানুষের বিশেষ অঙ্গ
তাঁদের সমীক্ষা জানাচ্ছে, করোনা থেকে সেরে ওঠার পর প্রায় ৯০ শতাংশ মানুষের ফুসফুস মারাত্মভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আবার অনেকে দ্বিতীয় বার করে করোনার কবলেও পড়ছেন।