বাংলাহান্ট ডেস্কঃ ভারতের মহেন্দ্র সিং ধোনি, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম, এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার এই চারজনই প্রায় অজি উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট এর সমসাময়িক। এক সময় অজি উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। আর তাই নিজের সময়ের এই চারজন উইকেট কিপারের মধ্যে গিলক্রিস্ট বেছে নিলেন বিশ্বের সেরা উইকেটকিপার।
এই চারজন উইকেট কিপার এর মধ্যে গিলক্রিস্ট সবার ওপর রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তারপর দ্বিতীয় স্থানে রাখলেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে, তারপর তৃতীয় স্থানে রাখলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালামকে এবং চতুর্থ তথা সর্বশেষ স্থানে রাখলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার মার্ক বাউচার কে।
ধোনিকে সেরা হিসাবে বেছে নেওয়ার পিছনে গিলক্রিস্ট যুক্তি দিলেন যে, ধোনি যেভাবে নিজের উন্নতি করেছেন, যে ভাবে নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়ে সকলের ভালোবাসা জয় করে নিজেকে আদর্শ ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠা করেছেন সেটা এক কথায় অনবদ্য। আর এই কারণেই তিনি ধোনিকে সবার উপরে রেখেছেন।