বাংলাহান্ট ডেস্কঃ পোলিও নির্মূল হয়েছে দেশ থেকে আর এই কৃতিত্বকে কুর্ণিশ করেছে গোটা বিশ্ব। করোনা পরিস্থিতিতেও দেশের কোনায় কোনায় অক্লান্ত পরিশ্রম করছেন আশা (ASHA) কর্মীরা। কিন্তু এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বেতন কত পান আশা কর্মীরা? জানলে অবাক হবেন আপনি। সারা দেশে আশা কর্মীদের বেতন ২ থেকে ৪ হাজার টাকা। আর এই বেতন কাঠামোয় অসাম্য নিয়েই ধর্মঘটে গেলেন দেশের ৬ লক্ষ আশা কর্মী।
আশা কর্মীদের কাজ শুরু হয় ভোর ৭ টায়, পঞ্চায়েত ও স্বাস্থ্যকেন্দ্র এর নির্দেশ মেনে দেশের প্রতিটি কোনায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সচেতনতা পৌঁছে দেন আশা কর্মীরা। ভ্যাক্সিন থেকে সচেতনতা আশা কর্মীরা যে কি পরিমান পরিশ্রম করে দেশের প্রতিটি প্রান্তের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরিয়েছেন তা অজানা নয় কারোরই কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও মেলে না উপযুক্ত বেতন ও সুবিধা। এবার এর বিরুদ্ধেই সরব আশা কর্মীরা।
পর্যাপ্ত বেতন কাঠামো, পিপিই কিট, রিস্ক অ্যালোয়ান্স-সহ একাধিক দাবিতে শুক্র-শনি ধর্মঘট করছেন আশাকর্মীরা। এই ডাকে সাড়া দিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন অঙ্গনওয়ারি ও ন্যাশানাল হেলথ মিশনের কর্মীরাও। পাশাপাশি প্রতিবাদ জানানো হয়েছে, দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারিকরনেও।
তাদের দাবি আইসিডিএস, এনএইচএম ও এমডিএমএস এর মত কর্মীদের স্থায়ীকরন হোক। নূন্যতম বেতন থেকে অন্যান্য সুবিধা সবই মিলুক তাদের। পর্যাপ্ত মাস্ক, পিপিই কিট ও স্যানিটাইজার সরবরাহ করুক সরকার। এর আগে জুলাই মাসে কর্ণাটকে করোনা পরিস্থিতিতে কাজের জন্য নুন্যতম ১২,০০০ টাকা বেতন ও সেফটি কিটের দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে রাজ্যের আশা কর্মীদের তরফে।