Bangla Hunt Desk: সোমবার দামের আকস্মিক পতনের পর আবার ঘুরে দাঁড়াল সোনার দাম (Gold rate/ Gold price)। সাময়িক দামের পতনে আনন্দিত মধ্যবিত্তের কপালে আবারও চিন্তার ভাঁজ। বিয়ের মরশুমে তাই লকডাউনের মধ্যে করোনা আতঙ্ককে সঙ্গে নিয়েই মাস্ক, গ্লাভস পড়েই চলছে সোনার গহনার কেনা বেচা। তবে জেনে নিন গোটা ভারতের কোথায় কেমন চলছে আজকের সোনা দাম এবং সেইসঙ্গে রূপোর দামও।
প্রথমেই জানিয়ে রাখি গোটা ভারতের আজকের সোনার দর, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৩৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৩৮০ টাকা। সেইসঙ্গে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৩৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৩৮০ টাকা।
আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৫১ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫৪৫১০ টাকা।
দিল্লীতে সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪১১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪১১০ টাকা।
চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৫৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৫৯০ টাকা।
ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২২৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২২৬০ টাকা।
২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৯১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৯১০ টাকা।
দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৩৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৩৬০ টাকা।
চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৮৪ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৮৪০ টাকা।
ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৭০৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৭০৩০ টাকা।
সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।
আজকের রূপোর দাম– ১ গ্রামের দাম ৭৫.১৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৭৫১.৬০ টাকা।