বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত ভিডিও চোখে পড়ে। তার মধ্যে বেশ কিছু ভিডিও (video) হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।
সম্প্রতি একটি গানের (song) ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় বাঙালি গায়ক রাঘব চট্টাপাধ্যায়ের বিখ্যাত গান ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গেয়ে ভাইরাল হয়েছেন এক তরুনী। খালি গলায় অসাধারন সুরে গানটি গেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হতে শুরু করেছে। ২১ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে ভিডিওটিতে। নেটিজেনরাও তরুনীর গানের প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, রাঘবের গানকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে মেয়েটি।
অনেকেই বলছেন, ঈশ্বর প্রদত্ত প্রতিভা রয়েছে ওই তরুনীর। ভবিষ্যতে আরও বড় শিল্পী হয়ে উঠবেন তিনি। তাঁর প্রতিভার সঠিক যোগ্যতা যেন তিনি পান সেই আশাই করেছেন নেটজনতা।
বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।