বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ফের একবার নেটদুনিয়ায় ভাইরাল (viral video) হল করোনা যোদ্ধাদের মর্মান্তিক ভিডিও। করোনা ভাইরাসের সাথে গত ৬ মাস ধরে অক্লান্ত লড়াই লড়ে যাচ্ছেন করোনা যোদ্ধারা। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারন ভাইরাসকে। বরং যুদ্ধে হেরে অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছেন আবার অনেকেই ক্লান্ত৷ সেই ভয়ংকর ছবি আরো একবার ভাইরাল নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যাচ্ছে, এক করোনা যোদ্ধা নিজের পিপিই কিট খুলছেন। আর সেই কিট খুলতেই বেরিয়ে এল ঘাম। তবে তার পরিমান একটু আধটু নয়। কয়েক বালতি। অসহ্য গরমে কি ভয়ংকর পরিমান কষ্ট সহ্য করে লড়াই করছেন এই সাদা পোশাকের ভগবানরা তা ফের একবার চোখে জল আনল নেটপাড়ার।
জানা যাচ্ছে, ভিডিওটি শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি শহরের। সেখানকার এক গনমাধ্যম সূত্রে খবর, ঐ মহিলা করোনা যোদ্ধা কাজের মাঝে সাময়িক বিরতি নিচ্ছিলেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহুর্তে সব চেয়ে বড় অস্ত্র যোদ্ধাদের ইচ্ছেশক্তি।
This clip is too hot to handle. A health-care worker in western China wrung buckets of sweat out of her hazmat suit after working tirelessly to combat the #coronavirus in the sweltering summer heat. pic.twitter.com/ihXrwCvLio
— New York Post (@nypost) August 12, 2020
ভারতেও একই ছবি বার বার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কিছুদিন এক করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন এই করোনা যোদ্ধা। তবে শেষকৃত্যের আগেই ক্লান্ত হয়ে তিনি মাটিতেই শুয়ে পড়েন। সেই সময় আদনান বেদী নামের এক ফটোগ্রাফার এই ছবিটি তোলেন।
তার আগে, ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গিয়েছেল, ৩২ ডিগ্রির ওপর চড়েছে তাপমাত্রা, সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এর মধ্যেও পিপিই কিট বাড়িয়েছে আরো গরম। অতিমারির সাথে লড়াই করতে করতে ক্লান্ত নার্স বসে পড়েছেন মেঝেতে। আর সেই অসম লড়াইয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমি আমার টিমকে নিয়ে গর্বিত।’