বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation) একটি অ্যান্টি ডিফেন্স ড্রোন সিস্টেম (Anti Drone Solution) তৈরি করল। এই অ্যান্টি ড্রোন সলিউশন লেজার দ্বারা পরিচালিত এনার্জি উইপনের মাধ্যমে গোয়েন্দা ড্রোন গুলোকে ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেম মাইক্রো ড্রোন্স গুলোকে তিন কিমি দূর থেকেই খুঁজে পাওয়া সম্ভব। আর এই অ্যান্টি ড্রোন সিস্টেম আড়াই কিমি দূর পর্যন্ত নিশানা লাগাতে সক্ষম।
Defence Research & Development Organisation has developed a comprehensive anti-drone solution & technology which can bring down micro drones through either jamming of command & control links or by damaging electronics of drones through laser-based Directed Energy Weapon. pic.twitter.com/y9FebqTqkw
— ANI (@ANI) August 14, 2020
এই অ্যান্টি ড্রোন সিস্টেম দিল্লীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নজরদারি চালানোর জন্য ব্যবহার করার হচ্ছে। এই সিস্টেমের ফলে ভারত সীমান্তবর্তী এলাকা গুলোয় শত্রু পক্ষের গোয়েন্দা ড্রোন গুলোর উপর নজর রাখতে পারবে আর সেগুলোকে ধ্বংস করতে পারবে।
ভারত আর চীনের মধ্যে চীনা সীমান্ত বিবাদের মধ্যে গত মাসে DRDO পূর্ব লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় নজরদারি চালানোর জন্য সেনাকে ‘ভারত ড্রোন” দেয়। এই ড্রোন সম্পূর্ণ স্বদেশী ড্রোন। বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় নজরদারির সাথে সাথে এই ড্রোন বেশি উচ্চতা সম্পন্ন এলাকা আর পাহাড়ি এলাকায় নজরদারি চালানোর জন্য ভারতীয় সেনার সাহায্য করবে। প্রতিরক্ষা সুত্র জানায়, চীনের সাথে চলা সীমান্ত বিবাদের মধ্যে লাদাখে এই ড্রোন খুবই দরকারি।
The system can detect&jam micro drones up to 3kms & lase target upto 1-2.5kms depending on wattage of laser weapon.Solution can be effective counter to increased drone-based activity in western&northern sectors. It has also been deployed for Independence Day celebrations in Delhi https://t.co/IzSobzxcqg
— ANI (@ANI) August 14, 2020
ভারত-চীন সীমান্তে মোতায়েন করার জন্য বিশেষ ভাবে তৈরি করা ভারত ড্রোনকে প্রতিরক্ষা এবং বিকাশ সংগঠন (DRDO) এর চণ্ডীগড়ের প্রয়োগশালায় তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা সুত্র জানায়, এই ড্রোন ভারত তথা বিশ্বের সবচেয়ে স্মার্ট এবং হালকা নজরদারি ড্রোন হিসাবে তালিকাভুক্ত হতে পারে। এটি সম্পূর্ণ স্বদেশী।