আবহাওয়ার খবর : আগস্টের বৃষ্টি ভেঙে দিয়েছে ৪৪ বছরের রেকর্ড;আরো বৃষ্টির পূর্বাভাস

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া: গত ৪৪ বছরে এমন বৃষ্টি হয় নি ভারতে আবহাওয়া দপ্তর (weather office)   সূত্রে জানা যাচ্ছে এমনটাই।  পিটিআই এর এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবছর আগস্ট মাসে ২৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮৩ সালের আগস্ট মাসে ২৩.৮% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।  ১৯৭৬ সালের আগস্ট মাসে ২৮.৪% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

rain kol55 1593941626

এই বর্ষা ঋতুতে বিহার, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, গোয়াতে অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,  সিকিমেও বৃষ্টির পরিমান স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল এবং আসাম, বিহার এবং ওড়িশার মতো কয়েকটি রাজ্যে বন্যা হয়েছে।  অন্যদিকে জম্মু ও কাশ্মীর, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে স্বল্প বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে, দেশে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

rains in kolkata 27.02 1

পাশাপাশি, অতিবৃষ্টির জেরে ভারতের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত।  পূর্বভারতের আসাম, বিহার, উড়িষ্যায় ইতিমধ্যেই বন্যা হয়েছে। এবার আরো কিছু রাজ্যে বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, অতিবৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে ভাসাতে পারে বিস্তীর্ণ অঞ্চল। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে বন্যার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অঞ্চল পাহাড় হওয়ায় এই রাজ্যগুলিতে হতে পারে ভূমিধসও।

rain northbengal1

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বেশ কয়েকটি রাজ্যে আগামী ৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন৷ বেশ কিছু এলাকায় নদীর প্লাবনের কারনে বন্যার সম্ভাবনাও রয়েছে।বৃহস্পতিবার ওড়িশায় ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা  তিন দিন ধরে জম্মু ও কাশ্মীরের বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদীর জল। এরই মধ্যে, ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) আগামী চার দিনের মধ্যে মধ্য ও উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।


সম্পর্কিত খবর