‘ওজন কমানোর কথা ভেবেছেন?’ সাংবাদিকের প্রশ্নে সপাটে উত্তর ক্রুদ্ধ বিদ‍্যার, তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে দীর্ঘদিন আগে পা রেখেছেন বিদ্যা বালান (vidya balan)। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ছবিও খুব বুঝেশুনেই তিনি বাছেন বলে শোনা যায়। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তবে এই মুহূর্তে নতুন কোনও ছবি হাতে নেই বিদ্যার। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল শকুন্তলা দেবী ছবিতে।

সাধারনত বিদ্যাকে দেখা যায় ট্র্যাডিশনাল পোশাকে। শাড়ি বা সালোয়ার কামিজ বা অন্যান্য দেশি পোশাকেই নেটিজেনদের মাথা ঘোরাতে সক্ষম তিনি। তবে বোল্ড পোশাকেও যে যথেষ্ট সচ্ছন্দ বিদ্যা তারও প্রমাণ দিয়েছেন তিনি।


বলিউডের অন‍্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী হলেও স্লিম ও সেক্সি ফিগারে কোনও দিনই দেখা যায়নি বিদ‍্যাকে। বরং একটু স্থূল চেহারাতেই বাজিমাত করে এসেছেন তিনি বরাবর। মোটা চেহারার জন‍্য অনেক সময়ই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে একটি ঘটনার জন‍্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি।

একবার সংবাদ মাধ‍্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে এক সাংবাদিক বিদ‍্যাকে প্রশ্ন করে বসেন, “আপনি নারী কেন্দ্রিক ছবিতেই তো বেশি অভিনয় করেছেন। এবার জঁরটা বদলে ওজন কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করেছেন?”

এমন প্রশ্ন শুনে চমকে ওঠেন বিদ‍্যা। সপাটে উত্তর দেন তিনি, “নারীকেন্দ্রিক ছবির সঙ্গে ওজন কমানোর কি সম্পর্ক? আমি যা কাজ করছি তাতে খুবই খুশি। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে ভাল হয়।”

প্রসঙ্গত, এর আগে জনপ্রিয় ফটোগ্রাফার ডাবু রত্নানির জন‍্য টপলেস অবতারেও ফটোশুট করেছেন বিদ‍্যা। ট্র্যাডিশনাল পোশাকের বাইরেও যে তিনি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন তার জন্য অভিনেত্রীকে বাহবা দিয়েছেন নেটজনতা।

প্রসঙ্গত, শেষবার বিদ‍্যাকে দেখা গিয়েছে ‘শকুন্তলা দেবী’ ছবিতে। করোনা আবহে ওটিটি প্ল‍্যাটফর্মে মুক্তি পায় এই ছবি। ভারতের প্রথম মহিলা গণিতবিদ ছিলেন শকুন্তলা দেবী। মুখে মুখে নিমেষের মধ‍্যে অঙ্ক কষে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন শকুন্তলা দেবী।

সম্পর্কিত খবর

X