বাংলা হান্ট ডেস্কঃ পায়ে গুরুতর চোটের কারণে নেশনস লীগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামতে পারেনি বর্তমান ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালে রোলান্ডোর সতীর্থরা যখন নেশনস কাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে লড়াই করছে সেই সময় গ্যালারিতে দর্শকের ভূমিকায় ছিলেন রোনাল্ডো কিন্তু তবুও খবরের শিরোনামে উঠে এলেন পর্তুগিজ তারকা।
নেশনস কাপে ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ দেখার জন্য গ্যালারীতে বসে রয়েছেন ক্রিশ্চায়ানো রোনাল্ডো। তার আশে পাশে রয়েছেন আরও বেশ কিছু ব্যক্তি। তারা সকলেই মাক্স পড়ে থাকলেও রোনাল্ডোর মুখে ছিলনা কোন মাক্স। এক কর্তা রোনাল্ডোকে গিয়ে কিছু একটা বলেন এবং তারপরে রোনাল্ডো মুখে মাক্স পড়ে নেন।
Nunca se esqueçam da máscara 😷 pic.twitter.com/hNPmHOwUyY
— B24 (@B24PT) September 5, 2020
নেশনস কাপে ক্রোয়েশিয়া বনাম পর্তুগালের ম্যাচে নামার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু পায়ে গুরুতর আঘাতের জন্য তিনি এই ম্যাচে নামতে পারেননি। ইতিমধ্যেই দেশের জার্সি গায়ে 99 টি গোল করা হয়ে গিয়েছে রোনাল্ডো। এই ম্যাচে রোনাল্ডো মাঠে নামলে হয়তো দেশের জার্সিতে গোলের সেঞ্চুরিও করে ফেলতে পারতেন তিনি কিন্তু পায়ের চোটের কারণে রোনাল্ডোর এই ম্যাচে খেলা হয়নি। কবে তিনি পুরোপুরি ভাবে পায়ের চোট সারিয়ে মাঠে নামতে পারবেন সেই বিষয়েও কেউ জানে না। আর তাই রোনাল্ডোর শততম গোল দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের। উল্লেখ্য, এই ম্যাচে 4-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে পর্তুগাল।