বাংলাহান্ট ডেস্কঃ রোলস রয়েস (rolls royce) পৃথিবীর অন্যতম সেরা গাড়ি (car)। পৃথিবীর সমস্ত ধনাঢ্যরাই এই গাড়িকে অত্যন্ত যত্নের সাথে নিজের কাছে রাখেন। কিন্তু জানেন কি এমনও একজন মানুষ ছিলেন যিনি রোলস রয়েস দিয়ে রাস্তা পরিস্কার করিয়েছিলেন। একটি দুটি নয় ছয়টি রোলস রয়েসকে তিনি এই কাজে লাগিয়েছিলেন আর তার কারন ছিল অপমান। অপমানের বদলা নিতে ৬ টি রোলস রয়েস কিনে তা দিয়ে রাস্তা পরিস্কার করিয়েছিলেন রাজা জয় সিং
আলওয়ারের কিং অফ স্টোরি, যিনি প্রত্যেক ভারতীয় গর্বিতভাবে মাথা পড়েন। আলওয়ারের রাজা জয় সিংহ অত্যন্ত আকর্ষণীয় উপায়ে ব্রিটিশদের অপমানের প্রতিশোধ নিয়েছিলেন। একদিন,
জানা যায়, আলওয়ারের তৎকালীন রাজা জয় সিংহ কোনো এক সন্ধ্যায় লন্ডনে বিখ্যাত গাড়ি সংস্থা রোলস রইসের শো-রুমে পৌঁছেছিলেন। রাজার পরনে তখন অত্যন্ত সাধারণ পোশাক। কর্মচারীকে তিনি যখন গাড়ির দাম জিজ্ঞেস করেন তখন তাকে সাধারণ ভারতীয় ভেবে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।
রাজা জয়সিংহ সেখান থেকে হোটেলে ফিরে এসে নিজের পরিচয় দিয়ে রোলস রয়েসের একই শো-রুমে গাড়ি কেনার ইচ্ছে প্রকাশ করেন। পরে যখন জাঁকজমক সহকারে তিনি সেই শো রুমে যান তাকে স্বাগত জানাতে গাড়ি সংস্থা একটি রেড কার্পেট রাখা হয়েছিল। রাজা ঐ শো রুম থেকে ৬ টি রোলস রয়েস কেনেন। একই সাথে সেগুলি ভারতে পাঠাবার জন্য টাকা দেন।
ভারতে গাড়িগুলি পাঠানো হলে রাজা জয়সিং একদিনের জন্যও একটি রোলস রয়েস গাড়িতে চড়েন নি। তিনি আলওয়ারে ছয়টি গাড়ির জন্যই নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি গাড়িই আলওয়ার রাজ্যে আবর্জনা তুলতে ব্যবহার করা হবে।
পরবর্তীকালে এই গাড়িগুলি রাস্তা পরিস্কার ও আবর্জনা সরানোর কাজে ব্যাবহার করতে লাগলেন রাজা। এই খবর সারা বিশ্ব জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়তেই রোলস রয়েস এর নামে কুখ্যাতি রটে যায়। এমন পরিস্থিতি তৈরি হয় যে, ইউরোপ এবং আমেরিকার কেউ যদি বল আমার কাছে রোলস রইস গাড়ি আছে, তাহলে তার উত্তরে সকলেই বলত, কোন গাড়ি? ভারতে যে গাড়ি আবর্জনা পরিস্কার করে।
যার ফলে বিরাট ক্ষতির মুখে পড়ে রোলস রয়েস৷ পরবর্তীকালে বার বার ক্ষমা চেয়ে রাজার কাছে টেলিগ্রাম পাঠায় ব্রিটিশ সংস্থাটি। রাজা অবশ্য পরে তাদের ক্ষমা করে সেই গাড়ি দিয়ে আবর্জনা পরিস্কার বন্ধ করে দেন।