বাংলার মেয়ে রাজনীতির শিকার, অধীর চৌধুরীর নির্দেশে রিয়া চক্রবর্তীর সমর্থনে মিছিল কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) হয়ে সরব হয়েছিলেন প্রদেশ কংগ্রস (congress) সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (adhir chowdhury)। রিয়াকে বাঙালি বাহ্মণ মেয়ে বলে বিজেপির উদ্দেশে তোপ দেগে তিনি বলেছিলেন, সুশান্ত মামলায় রিয়াকে ফাঁসিয়ে বিহারি ‘সেন্টিমেন্ট’ নিয়ে নির্বাচনের রাজনীতি চলছে। এবার আর মুখে নয়, রিয়ার সমর্থনে পথে নামল কংগ্রেস।

শনিবার দুপুরে বহরমপুর বিধায়ক তথা কংগ্রেস পরিষদের মুখ‍্য সচেতক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে রিয়ার সমর্থনে মিছিলে পা মেলালেন কংগ্রেস নেতা কর্মীরা। বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে রাজনৈতিক পাশা খেলায় গুটি হিসাবে ব‍্যবহার করা হচ্ছে। রিয়াকে অন‍্যায় ভাবে ফাঁসিয়ে এই প্রতিহিংসামূলক রাজনীতি মেনে নেওয়া হবে না, বিজেপির বিরুদ্ধে এমনই স্লোগান ওঠে মিছিল থেকে।

IMG 20200912 WA0003
কয়েকদিন আগে রিয়ার হয়ে সোচ্চার হতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। একের পর এক টুইটে কেন্দ্রীয় শাসক দলকে কটাক্ষ করে তিনি দাবি করেন, রিয়া একজন বাঙালি ব্রাহ্মণ মেয়ে। তাঁর বাবা সেনা আধিকারিক ছিলেন। দেশের জন‍্য দীর্ঘদিন সেবা করেছেন। তিনি দাবি করেন, সুশান্তের বিচার যেন একজন বিহারির প্রতি বিচার বলে প্রতিপন্ন না হয়।

adhir rhea

টুইটে অধীর চৌধুরী আরও লেখেন, সরকারকে খুশি করার জন‍্যই কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের কাজ করছে। সমুদ্র মন্থন করে অমৃতের বদলে তারা মাদক খুঁজে পেয়েছে। তাও তারা অপরাধীকে খুঁজতে অন্ধকারে হাতড়ে চলেছে।
তাঁর দাবি, রিয়া খুন বা আত্মহত‍্যায় প্ররোচনা বা অর্থনৈতিক অপরাধ কোনোটার জন‍্যই গ্রেফতার হননি। হয়েছেন NDPS এর আওতায় যা হাস‍্যকর বলে কটাক্ষ ক‍রেন অধীর চৌধুরী।

প্রসঙ্গত, বাইকুল্লা জেলেই এখন দিন কাটছে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর। মাদক যোগে জড়িত থাকায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। শুক্রবারও রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে রবিবার পর্যন্ত জেলেই কাটাতে হবে সুশান্ত মামলার মূল অভিযুক্তকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর