বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী হিংসায় এবার নাম জড়াল সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury), যোগেন্দ্র যাদব সহ একাধিক প্রথম সারির ব্যক্তিত্বের। কেন্দ্র সরকারের জারি করা CAA নিয়মের বিরোধীরা করে ফেব্রুয়ারীতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতেই সমাজের বেশ কয়েকজন প্রথম সারির ব্যক্তিত্বের নাম ষড়যন্ত্রকারী হিসাবে উঠে এসেছে।
কাদের নাম রয়েছে চার্জশিটে?
গত শনিবার দিল্লী পুলিশ এই দিল্লী হিংসার বিষয়ে এক সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে ষড়যন্ত্রকারী হিসাবে নাম রয়েছে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, স্বরাজ পার্টি প্রধান যোগেন্দ্র যাদব, চলচিত্র পরিচালক রাহুল রায় এমনকি দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দেরও। দিল্লী পুলিশের দাবী, সিএএ বিক্ষোকারীদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিলেন সমাজের এই সকল ব্যক্তিত্ব।
অভিযোগ উঠেছে দিল্লী হিংসায় উস্কানি দেওয়ার
অভিযোগ উঠেছে, সমাজের এই সকল মানুষেরা দিল্লী হিংসায় যারা যুক্ত ছিলেন, তাঁদের উস্কে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। শোনা গিয়েছে, দিল্লী হিংসায় বিশ্ববিদ্যালয়ের যে তিন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছিল, তারাই এই সকল ব্যক্তির নাম এবং যোগসূত্র প্রকাশ্যে এনেছে।
স্বীকার করেছে অভিযুক্ত ছাত্র ছাত্রীরা
এমনকি জেএনইউয়ের ছাত্রী দেবাঙ্গনা ও ছাত্র নারওয়াল এই দিল্লী হিংসার সাথে দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষের নামও উল্লেখ করেছেন। তাঁদের দাবি, এনারা এই দিল্লী হিংসার তাঁদের পেছন থেকে মদত যুগিয়েছে। পাশাপাশি ভীম আর্মি প্রধান ছন্দ্রশেখর, প্রাক্তন বিধায়ক মতিন আহমেদ, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং আমানাতুল্লাহ খানের নামও এই এই ঘটনার বিষয়ে উঠে এসেছে।
প্রতিবাদে সোচ্চার সিপিএম নেতৃত্ব
দিল্লী পুলিশের এই চার্জশিট প্রকাশে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম এই ঘটনার সাথে যুক্ত হওয়ায় দিল্লী পুলিশ এবং কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, এই মামলা মনগড়া এবং ভিত্তিহীন।