বিতর্ক তুঙ্গে! BCCI-এর নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও KKR দলে যোগদান করছেন প্রবীণ তাম্বে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কারণে এবারের আইপিএল থেকে প্রবীন তম্বেকে বহিষ্কার করেছে বিসিসিআই। ফলে এবার আইপিএলে যে তাকে খেলতে দেখা যাবে না এটা প্রকার ধরেই নিয়েছিলেন কেকেআর সমর্থকরা। কিন্তু মাথার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগদান করবেন প্রবীন তম্বে এমনটাই জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসর।

সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে আইপিএলে যোগদান করেছিলেন প্রবীন তম্বে। গত বছরের নিলামে 48 বছর বয়সী এই ক্রিকেটারকে কুড়ি লক্ষ টাকা বেস প্রাইজে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। আর তারপর থেকেই তৈরি হয় সমস্যা। বিনা অনুমতিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রবীন তম্বের আইপিএল খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

কিন্তু বিসিসিআই-এর নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও কিভাবে প্রবীন তম্বে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে যোগদান করতে পারছেন এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে? এই প্রশ্নের উত্তরে কেকেআর সিইও ভেঙ্কি মাইসর জানিয়েছেন ক্রিকেটার হিসেবে কেকেআর জার্সি গায়ে 22 গজে নামছেন না প্রবীন তম্বে। তবে দলের সাহায্য করবার জন্যই তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এমনকি প্র্যাকটিসের সময় তম্বে কে নেট বোলার হিসেবেও ব্যবহার করতে চাইছে কেকেআর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিসিসিআই এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

X