বাংলাহান্ট ডেস্কঃ সামনেই পুজো, তারই আগে পরপর ৩ দিন ধরে লাগাতার কমল সোনার দাম (Gold rate/ Gold price)। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কলকাতায় (Kolkata) আজ আবার ৫০ হাজারের নীচে নামল সোনার দর। গত মাসের শুরুর দিকে ৫৬ হাজারের কাছাকাছি চলে গেলেও, শেষের দিকে বেশ পতন হয়েছিল সোনার দামে। আগস্টের পর সেপ্টেম্বরেও সেই ধারা অব্যহত থাকতে দেখা গেল।
গতকালের তুলনায় আজ প্রায় গ্রাম প্রতি ৩৭ টাকা করে পড়ল সোনার মূল্য। সোনার গহনা কেনার মোক্ষম সময় উপস্থিত। পুজোর কেনাকাটা এখনই সেরে রাখুন। বিকেল সাড়ে ৫ টা অবধি দামের এই বিরাট পতন লক্ষ্য করা গেছে।
আজও কলকাতায় সোনার দাম (today’s gold price) ৫০ হজারের নীচে নেমে দাঁড়িয়েছে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৩৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৩৭০ টাকা। দিল্লীতে রয়েছে আরো কম, পুরোপুরি ৪৯ হাজার।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ১ গ্রাম সোনার দাম ৪৬৫০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৫০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৭৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৫০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
কলকাতা অপেক্ষা দিল্লীতে ২২ ক্যারেট সোনার দাম কম থাকলেও, ২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে দিল্লী, জয়পুর এবং লখনৌ রয়েছে সবার প্রথমেই। এই জায়গাগুলোতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৪৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৪৬০ টাকা। সেখানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২০৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২০৭০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৫৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৯০ টাকা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…