বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক তারকার উদ্দেশে তোপ দেগে চলেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। বিষয়টা শুধু আর অভিনয় জগতের মধ্যে থেমে নেই, রাজনীতির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এখন আর শুধুমাত্র ভারতে নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও (pakistan) হচ্ছে কঙ্গনাকে নিয়ে চর্চা।
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন কঙ্গনা, একথা সকলেই জানে। সামাজিক ও রাজনৈতিক বিষয় ছাড়াও বলিউডের নেপোটিজম নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন। সম্প্রতি অনুরাগ কাশ্যপের প্রসঙ্গে, টুইটারে কঙ্গনা বলেন, তিনি লড়াকু মনে হলেও বাস্তবে একেবারেই তা নন। কোনোদিনই প্রথমে আক্রমণ করেন না তিনি।
এবার অভিনেত্রীর এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের স্ত্রী শানিয়েরা আক্রম। ওই টুইটে কঙ্গনা লেখেন, ‘আমাকে খুব লড়াকু বলে মনে হতে পারে কিন্তু তা সত্যি নয়। আমি কোনোদিন আগে থেকে যুদ্ধ শুরু করিনা। কেউ যদি সেটা মিথ্যে প্রমাণ করতে পারে আমি টুইটার ছেড়ে দেব। ভগবান কৃষ্ণ বলেছেন কেউ যদি যুদ্ধ করতে চায় তাহলে বাধা দেওয়া উচিত নয়।’
এই টুইটের উত্তরে পালটা কটাক্ষের সুরে আক্রম পত্নি লেখেন, ‘তুমি হয়তো যুদ্ধ শুরু করোনি কিন্তু তুমি মাদার টেরেসা তো নও।’ শানিয়েরার এই টুইট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনা অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছেন আক্রম পত্নি।
You may not start fights, but you’re not exactly Mother Teresa now are you… https://t.co/CQE0fbL9lP
— Shaniera Akram (@iamShaniera) September 21, 2020
প্রসঙ্গত, কিছুদিন আগে কঙ্গনাকে তীব্র কটাক্ষ করে টুইট করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি লেখেন, ‘ব্যস তুই একাই আছিস বোন। একাই মণিকর্ণিকা। তুই না চার পাঁচ জনকে নিয়ে আক্রমণ কর চিনকে। দেখ কতটা ভেতরে ঢুকে এসেছে। দেখিয়ে দে ওদের যে যতদিন তুই আছিস এই দেশের কেউ কিচ্ছু করতে পারবে না। তোর বাড়ি থেকে তো LAC মাত্র একদিনের রাস্তা। যা শেরনি। জয় হিন্দ’।
পালটা খোঁচা মেরে কঙ্গনা লেখেন, ‘ঠিক আছে আমি সীমান্তে যাচ্ছি, আপনি আগামী অলিম্পিকসে যাবেন। দেশের গোল্ড মেডেল প্রয়োজন। এই সব কোনো বি গ্রেড ফিল্ম না যে অভিনেতা যা খুশি হয়ে যাবে। আপনার বুদ্ধি এত কমে গেল কিকরে? যখন আমাদের বন্ধুত্ব ছিল তখন তো বেশ চালাক ছিলেন।’