viral video : বয়স থাবা বসিয়েছে সদ্য ৯০ পেরোনো সন্ধ্যা মুখোপাধ্যায়ের (sandhya Mukhopaddhay) শরীরে। কিন্তু তার গলায় এখনো বিরাজ করেন মা সরস্বতী। সেই অসাধারণ গলায় ফের একবার গান ধরলেন কিংবদন্তি সংগীত শিল্পী। সেই ভিডিও পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় তা। আর সেই সুরেই নস্টালজিক হয়ে পড়ল নেটপাড়া।
১৯৩১ সালে ৪ঠা অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি সংগীত শিল্পী। পিতা নরেন্দ্র নাথ মুখোপাধ্যায় এবং মাতা হেমপ্রভা দেবী। ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি।
ওস্তাদ বড়ে গোলাম আলি খান, তার পুত্র ওস্তাদ মুনাওয়ার আলী খানের মত ধ্রুপদী সংগীতের নক্ষত্রদের কাছে তালিম নেন তিনি। ১৯৫০ সালে তারানা চলচ্চিত্রে প্লেব্যাক এর মধ্য দিয়ে তার বলিউডে যাত্রা শুরু হয়। মোট ১৭ টি হিন্দি চলচ্চিত্রে প্লে ব্যাক করেন তিনি।
কিংবদন্তি শিল্পীর খালি গলায় গানের ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। মন্ত্রমুগ্ধের মত সেই গানের নস্টালজিয়ায় ভেসে গিয়েছে নেটপাড়া। একের পর এক কমেন্টে তারই প্রতিফলন। এক নেটাগরিক লিখেছেন ‘আহা মুগ্ধ হয়ে শুনলাম, করোনা র বিষবাতাসে একটু সঞ্জীবনী সুধা।’ ইতিমধ্যেই ৬৩ হাজারের বেশিবার দেখে ফেলেছেন নেটাগরিকরা।
https://www.facebook.com/sarodsrinjoy/videos/1476377839417116/
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা