দিনরাত শত শত রোগীর প্রাণ বাঁচানো করোনা যোদ্ধা প্রাণ দিলেন কোভিডেই

Published On:

পেশায় অ্যাম্বুলেন্স চালক, রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়াই কাজ। কিন্তু করোনা (corona) আবহে সেই কাজের জন্যই ছেড়েছিলেন নাওয়া খাওয়া। পরিবারের সাথে দেখা করেন নি ৬ মাস। পরিষেবা দিতে দিতে নিজেই কোভিডে আক্রান্ত হয়েই প্রাণ দিলেন করোনা যোদ্ধা আরিফ খান (arif khan) ।

সারা দেশ যখন করোনা সংক্রমণের ভয়ে কাঁপছে সেই সময় নিজের জীবনের পরোয়া করেন নি আরিফ। সহকর্মীদের বারন শোনেন নি কোনোদিনই। জীবন বাজি রেখে রাত বিরেতে ছুটে গিয়েছেন রোগীর জীবন বাঁচাতে। বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পার্কিং লটেই গত ৬ মাস কাটিয়েছেন তিনি।এমনই ব্যাতিক্রমী মানুষ ছিলেন আরিফ – জানাচ্ছেন সহকর্মী ও পরিজনেরা।

দিল্লির সিলামপুরের বাসিন্দা বছর আটচল্লিশের আরিফ খান শহিদ ভগৎ সিং সেবা দলের অ্যাম্বুল্যান্স চালাতেন। জানা যাচ্ছে, তিনি গত ৬ মাস ধরে টানা কাজ করে গিয়েছেন। সহকর্মীরা যখন সংক্রমণ নিয়ে আতঙ্কিত তখন সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আরিফ। সহকর্মীদের থেকে অনেকটাই এগিয়ে বীরের মত লড়াই করেছেন মহামারির সাথে।

গত ৩ অক্টোবর শ্বাসকষ্ট শুরু হয় তার। ভর্তি হন হাসপাতালে। ৭ দিনের অক্লান্ত যুদ্ধের শেষে হার মানেন তিনি। কর্তব্য পালন করতে করতেই অবশেষে অজানার দেশে পাড়ি দিলেন আরেক করোনা যোদ্ধা।

 

 

 

সম্পর্কিত খবর

X