বাংলাহান্ট ডেস্কঃ সমস্ত আইনি জটিলতা কাটিয়ে নতুন সংসদ ভবনের (parliament building) ভূমি পূজা এবং ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের মধ্যে প্রায় ৯৭১ কোটি টাকা খরচা করে এই নতুন সংসদ ভবন তৈরি কাজ সম্পন্ন হয়ে যাবে। পাশাপাশি ২০২৪ সালের মধ্যে সকল সাংসদদের জন্য ৪০-৪০ বর্গমিটারের একটি করে অফিস রুম ববাদ্দ করা হবে। সেইসঙ্গে এই নতুন সংসদ ভবন অনেক মানুষকে রুজি রুটির সংস্থানও করে দেব।
নতুন রূপে সজ্জিত এই সংসদ ভবনের ১০ টি নতুন বিষয়-
থাকছে না সেন্ট্রাল হল
নতুন এই সংসদ ভবনে সেন্ট্রাল হল থাকবে না। পূর্বেকার নকশার থেকে বেশ কিছুটা বদল করে এই নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে সংসদ ভবন। যেখানে লোকসভা হলে ১২৭২ আসন সম্মিলিত যৌথ অধিবেশন অনুষ্ঠিত করার জায়গা থাকবে।
লোকসভা এবং রাজ্যসভার থিম
লোকসভা এবং রাজ্যসভার থিমও পৃথক পৃথকভাবে করা হচ্ছে। লোকসভার থিম থাকছে জাতীয় পাখি ময়ূর এবং রাজ্যসভার থিম থাকছে জাতীয় ফুল পদ্ম।
বাড়ানো হবে লোকসভার আসন সংখ্যা
পূর্বের লোকসভায় ৫৫২ জন সাংসদের বসার ব্যবস্থা ছিল। তবে বর্তমানে লোকসভা আগের তুলনায় ৩ গুণ বাড়িয়ে আসন সংখ্যা ৮৮৮ করা হবে, যাতে পরবর্তীতে সাংসদ সংখ্যা বৃদ্ধি পেলেও, কোন সমস্যা না হয়।
রাজ্যসভার আসন সংখ্যাও বৃদ্ধি করা হবে
নতুন সংসদ ভবনে রাজ্যসভার আসন সংখ্যা বাড়িয়ে ৩৮৪ টি করা হবে। আগে ছিল ২৪৫ টি। যাতে সদস্যদের বসতে কোন সমস্যা না হয়, সেই জন্যই এই আসন সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
থাকবে আধুনিকতার ছোঁয়া
স্বাধীনতার ৭৫ বছর পর ২০২২ সালে নবরূপে নির্মিত এই সংসদ ভবনে থাকবে নানারকম আধুনিক মানের ব্যবস্থা।
সুরক্ষিত রাখবে ভূমিকম্পের থেকে
নতুন সংসদ ভবনকে এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে কোনপ্রকার প্রাকৃতিক দুর্যোগ, যেমন- ভূমিকম্পে কোন ভাবেই ক্ষতিগ্রস্থ না হতে পারে সংসদ ভবনকে।
পরিবেশ বান্ধবের ছোঁয়া
ইকো বান্ধব হিসাবে নির্মিত হবে এই নতুন সংসদ ভবন। প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যাবে, বৃষ্টির জল সংগ্রহ, সৌর বিদ্যুৎ উৎপাদন, আরামদায়ক আসন ব্যবস্থা থাকবে এখানে।
সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ সুবিধা
নতুন সংসদ ভবনে সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ৫৩০ টি আসনের বিশেষ ব্যবস্থা করা থাকবে।
ঘর সংখ্যাও বেশি থাকবে
এই নতুন সংসদ ভবনে কমিটির সংখ্যাও অনেক বেশি থাকছে। সেইসঙ্গে থাকবে অডিও-ভিজ্যুয়াল সিস্টেমও, যাতে কাজের সুবিধা হয়।
জনতার আসন
এই নতুন সংসদ ভবনে থাকবে জনতার জন্য আসনও। শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থাও। সঙ্গে থাকবে অগ্নি নিরাপত্তার ব্যবস্থাও।