বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর তার আগে রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। বেশীরভাগ মামলায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একদিকে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা হয়, আর আজ গোবরডাঙ্গা হিন্দু কলেজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (Akhil Bharatiya Vidyarthi Parishad) ছাত্রদের উপর তৃণমূলের ছাত্র পরিষদের হামলার অভিযোগ উঠেছে।
West Bengal: A clash broke out between members of Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) and Trinamool Chhatra Parishad (TMCP) during ABVP's procession at Gobardanga Hindu College, earlier today. pic.twitter.com/N5yp6v2XOf
— ANI (@ANI) December 11, 2020
উল্লেখ্য, গতকাল ডায়মন্ড হারবারে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কনভয়ে হামলা হয়। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাড্ডার আগমনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
জেপি নাড্ডার আগমনের বিরোধিতা করা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। আর সেখান থেকে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। কৈলাস বিজয়বর্গীয় এই ঘটনার ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
बंगाल पुलिस को पहले ही राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी के कार्यक्रम की जानकारी दी गई थी, लेकिन एक बार फिर बंगाल पुलिस नाकाम रही। सिराकोल बस स्टैंड के पास पुलिस के सामने ही #TMC गुंडों ने हमारे कार्यकर्ताओं को मारा और मेरी गाड़ी पर पथराव किया। #BengalSupportsBJP pic.twitter.com/G882Ewhq9M
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 10, 2020
কৈলাস বিজয়বর্গীয় লিখেছিলেন, আমি আহত। দলের সভাপতির গাড়িতেও হামলা করা হয়েছে। আমি এই হামলার কড়া নিন্দা করি। পুলিশের সামনেই গুন্ডারা আমাদের উপর হামলা করে। ওদের এই বর্বরচিত কাজ দেখে মনে হল, আমরা মনে হয় আমাদের দেশেই নেই।