পুরোনো মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে অর্জুনের বাড়িতে পুলিশ

ব্যারাকপুরের (barrackpur) সাংসদ অর্জুন সিং (arjun singh) এর বাড়িতে ফের একবার পুলিশি তল্লাশি। বিজেপি সাংসদের বাড়িতে একটি পুরোনো মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালায় ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়।

arjun singh new 1000
অর্জুন সিং/Arjun Singh

শনিবার রাত ৮ টা নাগাদ অর্জুনের বাড়িতে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হয় পুলিশ। উত্তর ২৪ পরগনার এই দাপুটে সাংসদ সে সময় নিজের বাসভবনে ছিলেন না। তিনি হালিশহরে মৃত বিজেপি নেতার জন্য কল্যাণী হাসপাতালে গিয়েছিলেন৷ সেখানে মৃত বিজেপি কর্মী ছাড়া আহত কর্মীদের সাথে তিনি দেখা করেন।

কোভিড বিধি দেখিয়ে প্রথমে অর্জুনের বাড়িতে পুলিশকে ঢুকতে দেয়নি সাংসদের নিরাপত্তা রক্ষীরা৷ কিন্তু পুলিশ অর্জুনের বাড়ির সামনেই ঠায় দাঁড়িয়ে থাকে। অবশেষে সাংসদ বাড়ি ফিরলে রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ পুলিশ অর্জুনের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে৷

এর আগেও আর্থিক তছরুপের মামলায় বেশ কয়েকবার পুলিশি অভিযান চলেছে এই বিজেপি নেতার বাড়িতে৷ ভাটপাড়া সমবায় ব্যাংক মামলায় কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে অর্জুনের পাপ্পুকে৷ যদিও এদিন ঠিক কোন মামলায় এই পুলিশি তল্লাশি তা জানা যায় নি।

অর্জুনের বক্তব্য, তাকে হয়রান করতেই উদ্দেশ্য প্রনোদিত ভাবে পুলিশি হানা হচ্ছে তার বাড়িতে৷ এর পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ দিল্লিতে তিনি আরো অভিযোগ জানিয়েছেন, তার একাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ৷ তিনি আইনজীবীর টাকাও মেটাতে পারছেন না।

 

সম্পর্কিত খবর