বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্ট (India vs Australia Day Night Test)। আর এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র 244 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তারপর ব্যাট হাতে ব্যর্থ হয় অজিরাও। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 191 রানে।
That's that from the 1st Test.
Australia win by 8 wickets and go 1-0 up in the four-match series.
Scorecard – https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/B00dlrLoeu
— BCCI (@BCCI) December 19, 2020
1st Test. It's all over! Australia won by 8 wickets https://t.co/fxaVmC6qAK #AUSvIND
— BCCI (@BCCI) December 19, 2020
তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয় নেমে আসে ভারতীয় শিবিরে। একেবারে হতাশাজনক ব্যাটিং করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়াল ব্যর্থ হন। ব্যর্থ হন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। যার ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার কাছে 90 রানের লক্ষ্যমাত্রা স্থির করে ভারত।
1-0!
Victory for Australia after a genuinely unbelievable day of Test cricket in Adelaide: https://t.co/LGCJ7zSdrY #AUSvIND pic.twitter.com/fwS3pv2a80
— cricket.com.au (@cricketcomau) December 19, 2020
90 রানের টার্গেট চেজ করতে নেমে হাসতে হাসতে অ্যাডিলেডে দিনরাত্রি টেস্ট ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন অজি অধিনায়ক টিম পেইন। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এতদিন পর্যন্ত ভারত যতগুলি টেস্ট ম্যাচ খেলেছে এটাই ভারতের সবথেকে কম স্কোর।