আজিঙ্কা রাহানের প্রশংসা করে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীকে খোঁচা দিলেন সুনীল গাভাস্কার

বাংলা হান্ট ডেস্কঃ ভারত- অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট কোহলির অনুপস্থিতে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন আজিঙ্কা রাহানে। ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে দুর্দান্ত ভাবে সেটা পালন করছেন রাহানে। টেস্টের প্রথম দিনে অধিনায়কত্বের দিক দিয়ে তিনি ফুল মার্কস পেলেন প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে।

প্রথম দিনে আজিঙ্কা রাহানে যেভাবে প্রয়োজন অনুসারে বোলিং পরিবর্তন করেছিলেন এবং যেভাবে ফিল্ডিং সাজিয়ে ছিলেন। তার প্রশংসা করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। বীরেন্দ্র শাহয়াগ থেকে শুরু করে শেন ওয়ার্ন, রিকি পন্টিং থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণ সকলেই আজিঙ্কা রাহানের প্রশংসায় পঞ্চমুখ। এছাড়াও দ্বিতীয় দিনে রাহানে ব্যাট হাতে যেভাবে অধিনায়কের মত ইনিংস খেললেন তা সত্যিই প্রশংসনীয়।

WhatsApp Image 2020 11 21 at 10.53.34 AM 1024x576 1

সম্প্রচারকারী সংস্থায় রাহানের অধিনায়কত্ব নিয়ে বিশেষ মন্তব্য করেছেন প্রাক্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার বলেন, ” অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মস্তিষ্ক বুঝে সেই অনুযায়ী বোলিং করা এবং সুন্দর ভাবে ফিল্ডিং সাজানো এক কথায় অনবদ্য অধিনায়কত্ব করেছেন আজিঙ্কা রাহানে।” তার সঙ্গে গাভাস্কার যোগ করেন, “এখনই যদি আমি রাহানের প্রশংসা করি তাহলে হয়তো অনেকে বলবেন মুম্বাইয়ের বলেই আমি রাহানের হয়ে এত কথা বলছি।”
আর সুনীল গাভাস্কারের এমন কটাক্ষ যে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকে তা বুঝতে খুব একটা অসুবিধা হল না ক্রিকেটপ্রেমীদের।


Udayan Biswas

সম্পর্কিত খবর