বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) দশকের সেরা টিটোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট একাদশ ঘোষণা করেছে। তবে এই তিনটি ফরমেটের কোন একটিতেও ঠাঁই হয়নি পাকিস্তানের কোন ক্রিকেটারের। আর এতেই চটেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বিশেষ করে আইসিসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আক্তার।
আইসিসিকে কটাক্ষ করে শোয়েব আক্তার বলেছেন আইসিসি ভুল করে বিশ্ব একাদশের বদলে আইপিএলের সেরা একাদশ ঘোষণা করে ফেলেছে। বিশেষ করে বিশ্ব টি-টোয়েন্টি একাদশে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের নাম না থাকায় রেগে লাল হয়ে গেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
আইসিসিকে কটাক্ষ করে প্রাক্তন পাক ক্রিকেটার রাশিদ লতিফ লিখেছেন, ” আইসিসি টাইপ করার সময় ভুল করে ফেলেছে। দশকের সেরা আইপিএল দল লিখতে ভুলে গিয়েছে তারা।” শোয়েব আক্তার সমর্থন জানিয়েছেন রাশিদ লতিফের এই দাবিকে।
Chris Gayle, batting among top 3, from 1st Jan 2011 to 27th Oct 2020: 1010 runs in 34 inns @ 32.58
Babar since debut, batting at top 3, in T20Is: 1464 runs in 38 inns @ 50.48
Few say Babar hasn't play req 5 years, then how is Bumrah there with playing 4y, 9m, 1d? https://t.co/hepnauoevF— Faizan Lakhani (@faizanlakhani) December 27, 2020
আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ” আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে রাখে নি। আইসিসি হয়তো ভুলে গিয়েছে পাকিস্তানও তাদের সদস্য এবং তারাও টি20 খেলে। বাবর আজম এই মুহূর্তে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান। তার সত্ত্বেও বাবর আজমকে রাখা হয় নি টি20 দলে। তাদের বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত ছিল, আইপিএল একাদশ নয়।”