বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে একজোট হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন কৌশিক সেন।
সামনেই একুশের নির্বাচন। সেইদিকে পাখির চোখ করে এগোচ্ছে সকল রাজনৈতিক দল। বিজেপি, তৃণমূল সহ সকল রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ছে বাংলার মসনদ দখলের জন্য। বাংলাকে গেরুয়া রঙে রাঙাতে প্রতিমাসেই বাংলায় আসছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। কখনও আসছেন জেপি নাড্ডা আবার কখনও আসছেন অমিত শাহ। নতুন বছরের শুরুতেই বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা।
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে সিপিএম – কংগ্রেস। কৌশিক সেন সেই জোটকে আমন্ত্রণ জানিয়ে বললেন, ‘আগে প্রথম শত্রুকে চিহ্নিত করতে হবে। একটি রাজনৈতিক দলকে নষ্ট করতে যে রোগগুলো যথার্থ, তা তৃণমূলে সবগুলোই রয়েছে। কিন্তু তৃণমূলের থেকে আরও বিপজ্জনক দল হল বিজেপি। এই বিজেপির কিন্তু একটা আদর্শ আছে, একটা রেজিমেন্টেড পার্টি এটা। এরা কাউকেই ছাড়বে না, রবীন্দ্রনাথ থেকে অরবিন্দ ঘোষ কেউ বাদ যাবে না’।
বিজেপির বিরুদ্ধে সকল বিরোধী দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে কৌশিক সেন বলেন, ‘বিজেপি ও আরএসএস দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে। আপনারা যে পার্টিকেই সাপোর্ট করুন না কেন, আমি মনে করি এখন বিজেপির থেকে বড় শত্রু কেউ নেই। এই পরিস্থিতিতে কংগ্রেস ও সিপিএম-র জোট খুবই প্রয়োজন’।