বাংলাহান্ট ডেস্কঃ বিগত ৯ মাস ধরে ভারত (india) এবং চীনের মধ্যে সীমান্ত বিবাদ জারি রয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া (russia) খুবই কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একদিকে ভারত এবং অন্যদিকে চীন- দুই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক একই সঙ্গে বজায় রাখা খুব কঠিন হয়ে পড়ছে রাশিয়ার কাছে।
গত ৭০ বছরের ভারত এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্ককে প্রাধান্য দিয়ে একটা কথা পরিস্কার যে রাশিয়া কখনই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না। তবে আন্ত্ররাষ্ট্রীয় কূটনীতিতে সম্পর্কের দুর্বলতার কোন জায়গা নেই, সেটা পরিস্কার করে বুঝিয়ে দিল রাশিয়া। আকার ইঙ্গিতে এটা বুঝিয়ে দিল যে, ইন্দো-প্যাসেফিক বিষয়ে চীনের পাশেই রয়েছে রাশিয়া।
রাশিয়া যতই চীনকে সমর্থন করুন না কেন, তা কখনই রাশিয়া এবং ভারতের বন্ধুত্বের সম্পর্ককে টলাতে পারবে না। বিভিন্ন ক্ষেত্রেই দুই দেশের একে অন্যের সাহায্য এবং সমর্থন প্রয়োজন। আন্ত্ররাষ্ট্রীয় কূটনীতিক সম্পর্ক যাই হোক না কেন, পূর্ব চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ব্যাবসায়িক চুক্তি, ট্রেড, সেনাশক্তি বৃদ্ধিতে প্রয়োজনীয় হাতিয়ার আমদানি- এইসকল বিষয়ে চুক্তি অনুযায়ীই কাজ হবে।
সূত্রের খবর, শুধুমাত্র সেনা ক্ষমতাই নয়, বিভিন্ন ক্ষেত্রে যেমন নিউক্লিয়ার এনার্জি, মহাকাশ যান বিভিন্ন বিষয়ে ভারতকে সাহায্য করেছে রাশিয়া। ভারতের হিউম্যান স্পেশ লাইট মিশন মহাকাশযানের সফলতায় বড় ভূমিকা পালন করেছে। এই বিষয়ের জন্য ভারতের ৪ জন মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়ার পর ভারতের বিমানবাহিনীর দুই আধিকারিককেও প্রশিক্ষণ দেবে। আরও জানা গিয়েছে, বিমানবাহিনীর দুই আধিকারিক প্রশিক্ষণের জন্য ১৭ ই জানুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন।
অন্যদিকে, করোনা মহামারি এবং অর্থনৈতিক সংকটের সময়ে চীনের মত বড় শক্তিধর দেশের সাহায্য ভিষণভাবে প্রয়োজন রাশিয়ার। যেমন ভাবে সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে ভারত বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে, ঠিক সেইভাবেই নিজের প্রয়োজনে চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে রাশিয়া।