ইতিহাস সৃষ্টির পথে ভাবনা কান্ত, প্রজাতন্ত্র দিবসে অংশ নেবেন প্রথম মহিলা ফাইটার পাইলট

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে রাফাল, অন্যদিকে প্রথম মহিলা ফাইটার পাইলট (first female fighter pilots of India), এবারের প্রজাতন্ত্র দিবসে (republic day) ঘটতে চলেছে একাধিক ঐতিহাসিক ঘটনা। ২৬ শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেড চলাকালীন টেবিলেক্স কন্টিজেন্টে অংশ নেবেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট ভাবনা কান্ত (Bhawana Kanth)।

২০১৬ সালে ভারতীয় বিমান বাহিনীর প্রথম তিন মহিল সদস্যের মধ্যে ছিলেন বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ভাবনা কান্ত। যিনি বোমারু বিমান চালানোর ছাড়পত্র পেয়েছিলেন। বিকানিরের নাল এয়ারবেসে কর্মরত এই মহিলা পাইলট ইতিমধ্যেই রাশিয়ার মিগ যুদ্ধ বিমান ওড়ানোর দক্ষতা অর্জন করে ফেলেছেন। এবারের টার্গেট সুখোই আর রাফাল।

Republic Day Parade 2021 Bhabna Kant will raise Bihars pride

ভাবনা কান্ত জানিয়েছেন, ছোট থেকেই নানাধরনের যুদ্ধ বিমান ওড়ানোর স্বপ্ন ছিল তাঁর। সেইমত কঠোর পরিশ্রমের ফল স্বরূপ আজকের দিনে তিনি এই জায়গায় দাঁড়িয়েছেন। ছোট থেকেই টিভিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখে ভাবতেন, একদিন তিনিও এই প্যারেডে অংশ নেবেন। তাঁর স্বপ্ন এবার সত্যি হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসে প্রথম মহিলা পাইলট হিসাবে টেবিলেক্স কন্টিজেন্টে অংশ নেবেন ভাবনা কান্ত, চলছে তারই প্রস্তুতি।

rafalejets iaftwitter 1 1

প্রসঙ্গত, শত্রুকে নিমেষে ধূলিস্মাত করতে ভারতের প্রধান এবং শক্তিশালী অস্ত্র হল রাফাল। করোনা আবহের মধ্যে অনাড়ম্বরপূর্ণ প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই রাফাল। জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘ভার্টিক্যাল চার্লি’ ফর্মেশনে ফ্লাইপাস্টে অংশ নেবে রাফাল। বন্ধু দেশ ফ্রান্সের সঙ্গে ২০১৬ সালে ৩৬ টি রাফাল আমদানির চুক্তি করেছিল ভারত। সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই ৮ টি রাফাল ভারতে এসে পৌঁছেছে। বাকি গুলো আগামী ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতে চলে আসবে বলেও জানা গিয়েছে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর