করিনা-দীপিকার গলায় নরেন্দ্র মোদী বন্দনা, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ নিয়ে মহিলাদের প্রশংসা দুই তারকার

বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) প্রশংসায় পঞ্চমুখ দুই বলিউড তারকা করিনা কাপুর খান (kareena kapoor khan) ও দীপিকা পাডুকোন (deepika padukone)। মন কি বাতে (mann ki baat) দেশের মেয়েদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের সার্বিক উন্নতিতে মহিলাদের আরো বেশি করে এগিয়ে আসার অনুরোধও জানান নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেই এবার মোদী বন্দনা শোনা গেল করিনা ও দীপিকার গলায়।

সোশ‍্যাল মিডিয়ায় ‘দেশ কি বেটি’দের তারিফ করে করিনা লেখেন, ‘সর্বক্ষণ বাণিজ‍্যিক বিমান চালানো থেকে শুরু করে প্রজাতন্ত্র দিবসের প‍্যারেডে অংশগ্রহণ, নানাবিধ বিষয়ে মহিলাদের যোগদান বাড়ছে। দেশ কি বেটিরা আজ ভয়হীন, সাহসী ও দেশগড়ার কাজে সমান অংশীদার।’

20200908134L
প্রশংসার সুর শোনা গিয়েছে দীপিকার কণ্ঠেও। প্রধানমন্ত্রীর মন কি বাতের উদ্ধৃতির ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন। ‘যে পরিবর্তনটা দেখতে চাও সেই পরিবর্তনটা নিজের মধ‍্যে আনো’, মহাত্মা গান্ধীর এই উক্তি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘এই অসাধারন মহিলাদের জন‍্য ও বিশ্বের প্রত‍্যেকটা মহিলার জন‍্য এই কথাগুলোর থেকে বড় সত‍্যি আর কিছু হতে পারে না।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরকেও টুইটে ট‍্যাগ করেছেন দীপিকা।

https://www.instagram.com/p/CKtVvnSpG2J/?igshid=re7all5z5vu

সাধারণত এর আগে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর প্রশংসাসূচক মন্তব‍্য করতে তেমন দেখা যায়নি দীপিকা পাডুকোনকে। বরং গত বছর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ‍্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পড়ুয়াদের ধর্না প্রদর্শনে গিয়ে হাজির হন দীপিকা। তাঁর ছবি ভাইরাল হতেই তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

এমনকি কয়েকটি ব্র‍্যান্ডের মুখ থেকেও সরানো হয় দীপিকাকে। ওঠে তাঁর ছবি ‘ছপক’ বয়কটের ডাকও। এহেন দীপিকার মুখে হঠাৎ মোদী স্তুতি শুনে জোর চমকেছেন নেটিজেনরা। এমনকি অনেকে তাঁর মাদক সেবনের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করতে ছাড়েনি দীপিকাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর