যমদূতের মুখ থেকে ফিরিয়ে আনলেন যাত্রীকে! মহিলা RPF-র সাহসিকতার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ যেন যমদূতের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলেন যাত্রীকে। ভাইরাল ভিডিওতে (video viral) মহিলা আরপিএফ (rpf woman) কর্মীর কাজ দেখে কুর্নিশ জানাল নেটপাড়ার বাসিন্দারা। বিশাখাপত্তনমের এই ঘটনা দাগ কেটে গেল সকল নেটনাগরিকের হৃদয়ে।

নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার পর অনেক যাত্রীকেই আমরা অনেক সময় দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে দেখি। তবে এই ঘটনা কোন নতুন কিছু নয়, নিত্যনৈমিত্যিক হয়ে গেছে যেন এই ঘটনা। তবে অনেক সময় যাত্রী সুস্থ ভাবে ট্রেনে উঠতে পারেন, আবার কখনও কপালের দোষে পড়ে যান ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে। তবে যদি ওই যাত্রীর ভাগ্য সহায় হয়, তো কোন ব্যাক্তি ঠিক দেবদূতের মতও করেই তাঁকে যম রাজের দূতের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে।

ঠিক এরকমই একটি ঘটনা গত ৮ ই ফেব্রুয়ারী ঘটেছিল বিশাখাপত্তনমে রেলওয়ে ষ্টেশনে। ট্রেন ছেড়ে দেওয়ার পর এক ব্যক্তি দৌড়ে ট্রেনে উঠতে যান। কিন্তু তাঁর পা পিছলে যাওয়ায় ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যবর্তী ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। ঠিক সেইসময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন যাত্রীদের নিরাপত্তার খাতিরে ‘মেরি সহেলি’ ব্যাটেলিয়নের এক মহিলা আরপিএফ কর্মী।

ওই ব্যাক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে তাঁকে বাঁচাতে ছুটে যান ওই মহিলা আরপিএফ। টেনে তোলেন ওই ব্যক্তিকে। মহিলা আরপিএফ কর্মীর উপস্থিত বুদ্ধির খাতিরে যেন যমদূতের মুখ নিজের প্রাণ ফিরে পেলেন ওই ব্যক্তি।

বডি-ক্যামেরায় পুরো দৃশ্যের ভিডিও রেকর্ড হয়ে যায়। আর পরবর্তীতে সেই দুধর্ষ মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে মহিলা আরপিএফ কর্মীর সাহসিকতার প্রশংসা করে কুর্নিশ জানিয়েছেন নেটিজনরা।

Smita Hari

সম্পর্কিত খবর