টলিউডে বয়কট করা হোক রুদ্রনীলকে: সোহম চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) রুদ্রনীল ঘোষকে (rudranil ghosh) বয়কট (boycott) করার দাবি তুললেন তৃণমূলের যুব সভাপতি সোহম চক্রবর্তী (soham chakraborty)। টলিউডে মাফিয়ারাজ চলছে, এমন মন্তব‍্যের জন‍্যই সবার উচিত ইন্ডাস্ট্রিতে রুদ্রনীলকে বয়কট করা। এমনি বিষ্ফোরক দাবি তুললেন সোহম।

সম্প্রতি রুদ্রনীল মন্তব‍্য করেন, টলিউডে মাফিয়ারাজ চলছে। প্রযোজকদের গলায় বন্দুক ঠেকিয়ে অতিরিক্ত লোক নিতে বাধ‍্য করা হচ্ছে। তারাও বসে বসে টাকা নিচ্ছে। এবার সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন সোহম। আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, লকডাউনে বহু মানুষ এই ইন্ডাস্ট্রির মুখ চেয়ে বসেছিলেন।

soham4
ওই মানুষ গুলোর কর্মসংস্থানের জন‍্যই এই উদ‍্যোগ নেওয়া হয়। রুদ্রনীল কি তাদের মুখ থেকেও খাবার কেড়ে নিতে চান? এভাবে ওই মানুষগুলিকেই তিনি অপমান করছেন বলেও মন্তব‍্য করেন সোহম। তিনি আরো দাবি করেন, ইন্ডাস্ট্রির সবার উচিত রুদ্রনীলের প্রতিবাদ করা। তিনি যতক্ষণ সেটে থাকবেন ততক্ষণ কেউ যেন কাজ না করেন।

রুদ্রনীলকে আরো তোপ দেগেছেন সোহম। তাঁর প্রশ্ন, এতদিন তৃণমূলে থেকে এসব বলেননি কেন রুদ্রনীল? এতদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তিনি ‘মামনি’ বলে ডাকতেন। বিজেপিতে গিয়েই মায়ের নামে বাজে কথা বলতে শুরু করে দিলেন। ৩ লক্ষ টাকা মাসে মাসে পারিশ্রমিক নিয়ে রুদ্রনীল কি করেছেন, প্রশ্ন তুলেছেন সোহম।

Needed a film festival at this huge cost in the Corona atmosphere? Rudranil Ghosh
সম্প্রতি হ‍্যাক হয় সোহমের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বিভিন্ন জায়গা থেকে আইওএস ডিভাইসের মাধ‍্যমে হ‍্যাক করা চেষ্টা হয় সোহমের ফেসবুক পেজ। তাঁর ফলোয়ার ৯ লক্ষ থেকে কমে গিয়ে হয় ২ লক্ষ। এমনকি গত ১৯ অক্টোবর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সব পোস্টও ডিলিট করে দেওয়া হয়।

ফেসবুকে লাইভ করে অনুরাগীদের বিষয়টা জানান সোহম। তিনি আরো বলেন, যারা তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করছেন তারা কখনোই সফল হবে না। বেহালা ও লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ‍্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিস।

Niranjana Nag

সম্পর্কিত খবর