ডিপ নেক পোশাকের ফাঁকে স্পষ্ট গভীর ক্লিভেজ, ‘বোল্ড’ ছবি শেয়ার করে ট্রোলড হলেন সোহিনী

বাংলাহান্ট ডেস্ক: স্বল্প পোশাকে ফটোশুট করে তুমুল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সোহিনী সরকার (sohini sarkar)। ডিপ নেক পোশাক থেকে বক্ষ বিভাজিকা উঁকি দেওয়াতেই নীতি পুলিসির শিকার হয়েছেন তিনি। সোহিনীকে নাকি বাঙালি বেশেই বেশি ভাল লাগে। তাই অতি আধুনিক হওয়ার চেষ্টা যেন তিনি না করেন, এমনটাই বক্তব‍্য নেটিজেনদের একাংশের।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে কয়েকটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেন সোহিনী। কালো থাই হাই স্লিট পোশাকে ক‍্যামেরাবন্দি হন তিনি। উন্মুক্ত ক্লিভেজ ও খোলা চুলে উষ্ণতার পারদ চড়াতে দেখা যায় তাঁকে। সোহিনীকে এমন অবতারে দেখেই ক্ষেপেছেন কয়েকজন। তাদের মতে সোহিনীকে বাঙালি বেশেই ভাল লাগে। এমন বোল্ড অবতারে ছবি পোস্ট করার কোনো প্রয়োজন নেই তাঁর।

IMG 20210301 181447
তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন সোহিনীও। আরেকটি পোস্ট করেছেন তিনি। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, হাসি মুখে শুধু বলুন না। বেশ বোঝা গিয়েছে ভদ্র ভাবেই ট্রোলারদের উচিত জবাব দিয়েছেন সোহিনীও।

https://www.instagram.com/p/CLrjZJPsZUy/?igshid=1sqsyiz87mhgl

সম্প্রতি গুঞ্জন শোনা যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন সোহিনী। এরপরেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সোহিনী। সেখানে তিনি জানান, সরস্বতী পুজোর দিন তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই ঘুমিয়ে পড়েন। পরদিন উঠে দেখেন তাঁর বিজেপিতে যোগদানের গুঞ্জনে ছয়লাপ সোশ‍্যাল মিডিয়া। সোহিনী সাফ জানান, এই খবর ভুয়ো। কে কি উদ্দেশ‍্যে এসব রটাচ্ছে তা তিনি জানেন না। এই ভুয়ো খবরে কান না দেওয়ার আবেদনও করেন তিনি।

https://www.instagram.com/p/CLvrze7MgyA/?igshid=h5iv7senalqi

সোহিনী বলেন, তিনি অভিনয়টাই পারেন আর সেটাই করতে চান। রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর কোনোদিনই ছিল না, নেইও। তবে অভিনয়টা কতদিন চালাতে পারবেন সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সোহিনী। তাঁর কথায়, রাজনৈতিক নেতারা যেভাবে অভিনয় করছেন তাঁদের স্ক্রিপ্ট অনেক বেশি আকর্ষণীয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর