বাংলা হান্ট ডেস্কঃ টেস্ট সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত এবং ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টি-টোয়েন্টি সিরিজ দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কারণ এই সিরিজের পারফরমেন্সের উপর বিচার করে অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে পারেন।
যেহেতু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ক্রিকেটারই দারুণ ছন্দে রয়েছে সেই কারণে প্রথম একাদশ বাঁছতে গিয়ে বেশ মুশকিলে পড়তে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সহ অধিনায়ক বিরাট কোহলি কে। কোন ক্রিকেটারকে ছেড়ে কোন ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হবে এই নিয়ে চিন্তায় ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে প্রথম টিটোয়েন্টি ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় দল সেই ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
কোহলি জানিয়েছেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে রাখা হবে কে এল রাহুলকে। যার ফলে দলের বাইরে থাকতে হবে দলের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ানকে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল সেই কারণে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার সঙ্গে কে এল রাহুলকেই ওপেনিংয়ে রাখা হবে। সেই সঙ্গে রাহুলকে দলে নেওয়ার আরেকটি সুবিধা রাহুল উইকেট কিপিংও করতে পারেন। যার ফলে ওপেনিং ব্যাটসম্যান এর সাথে সাথে এই টি-টোয়েন্টি সিরিজে উইকেট কিপিং এর ভূমিকাতেও দেখা যেতে পারে তাকে।
রাহুল উইকেট কিপিং করলে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। পন্থের পরিবর্তে দলে আরও একজন অলরাউন্ডার খেলানোর সুযোগ পাবে ভারত। আর এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে কে এল রাহুলকে দলে রাখছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ রাহুল খেললে একসঙ্গে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ এবং শিখর ধাওয়ান। তাদের পরিবর্তে দলে অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার কাছে।