বড় চমক, নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন তারকা জুটি নীল-তৃণা

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলে (tmc) যোগ দিলেন টলি পাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha)। নির্বাচনের ঠিক আগে সবুজ শিবিরে যোগ দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা জুটি। একুশের নির্বাচনের আগে যে সমস্ত তারকারা রাজনীতিতে এলেন সেই তালিকায় যোগ হল নীল তৃণার নামও।

এদিন একসঙ্গে তৃণমূলে যোগ দিলেন নবদম্পতি নীল ও তৃণা। পার্থ চট্টোপাধ‍্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিতে দেখা যায় তাঁদের। উল্লেখ‍্য, তৃণার অনস্ক্রিন স্বামী তথা নীলেরও ঘনিষ্ঠ বন্ধু কৌশিক রায় যোগ দিয়েছেন বিজেপিতে।

IMG 20210320 131517
ইতিমধ‍্যেই প্রার্থী তালিকা ঘোষনা হয়ে গিয়েছে তৃণমূলের। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রত‍্যাশা মতোই বেশ কয়েকজন নতুন যোগদানকারী তারকাকে এবারের বিধানসভা ভোটে প্রার্থী বানানো হয়েছে তৃণমূলের তরফে।

সদ‍্য যোগদানকারী রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়, অদিতি মুন্সি, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ সকলেই পেয়েছেন টিকিট। বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা। ব‍্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দাঁড়াচ্ছেন রাজারহাট থেকে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ।

টেলি অভিনেত্রী লাভলি মৈত্র প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে। উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক, শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। কৃষ্ণনগর উত্তর থেকে দাঁড়াচ্ছেন কৌশানি মুখার্জি। সদ‍্য যোগ দেওয়া অধিকাংশ তারকাকেই প্রার্থী করা হয়েছে এবার তৃণমূলের তরফে।

কয়েকজন তারকা প্রার্থী মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন। স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অভিনেত্রী। বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মোড় থেকে শুরু হয় মিছিল। সায়ন্তিকাকে দেখতে রাস্তার দু পাশে নেমেছিল মানুষের ঢল। তাদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেও দেখা যায় সায়ন্তিকাকে। বাজনার সঙ্গে সঙ্গে নাচও জুড়ে দেন তিনি।

অপরদিকে ‘খেলা হবে’ লেখা ক্রিকেট ব‍্যাট হাতে, সবুজ সাথী সাইকেলে চড়ে মনোনয়ন জমা দিতে যান লাভলি। বারুইপুর আদালত থেকে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত পুরো রাস্তাটাই সাইকেল চালিয়ে যান তিনি। ‘খেলা হবে’র তালে পা মিলিয়ে চুটিয়ে নাচতেও দেখা যায় লাভলিকে।

এদিন তাঁর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপ্লুত লাভলি। তাঁর কথায়, “দলের এত কর্মী সমর্থকদের ভালবাসা ও সম্মানে আমি অভিভূত। আজ আমার জীবনের অন‍্যতম স্মরণীয় দিন। এত মানুষের ভালবাসা পাচ্ছি, আমার জয়ের ব‍্যাপারে আমি নিশ্চিত।”

Niranjana Nag

সম্পর্কিত খবর