নির্দল হয়ে দাঁড়ানোয় মহিলা প্রার্থীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ আবারও অস্বস্তিতে তৃণমূল (tmc) শিবির। জলঙ্গিতে (jalangi) নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন সৈয়দ রাফিকা সুলতানা। তাঁরই অশ্লীল ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী আব্দুর রজ্জাকের ঘনিষ্ঠের বিরুদ্ধে। নির্দল প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন জলঙ্গির ব্লক সভাপতি রাকিবুল ইসলাম।

জলঙ্গিতে আব্দুর রজ্জাককে তৃণমূল প্রার্থী করায় দলের একাংশের মনে ক্ষোভ জন্মায়। তৃণমূলের একাংশের দাবী ছিল, আব্দুর রজ্জাক কোন মিটিং-এ দলের একটা অংশকে কখনই ডাকেন না। সেই কারণে তাঁরা প্রার্থী বদলের দাবী জানায় দলের কাছে। দল তাদের দাবী না মানলে সৈয়দ রাফিকা সুলতানা দল থেকে বেরিয়ে নির্দলের হয়ে নির্বাচনে অংশ নেয়। মনোনয়নও জমা দেন তিনি।

bknvnvjnvjnvkj

এরপরই সৈয়দ রাফিকা সুলতানা অভিযোগ করেন, একটি হোয়াটস অ্যাপ গ্রুপে অশ্লীল ছবিতে তাঁর মুখ ব্যাবহার করে ছবি তৈরি করে, সেই ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে আব্দুর রজ্জাক এবং তাঁর দলবল। ব্লক সভাপতি রাকিবুল ইসলামও এই কাজে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ করেন সৈয়দ রাফিকা সুলতানা।

তিনি আরও বলেন, ‘যে রাজ্যে খোদ একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই রাজ্যের মহিলাদের এইভাবে অসম্মানিত করা হচ্ছে!’ সৈয়দ রাফিকা সুলতানার লিখিত অভিযোগের ভিত্তিতে মোজাম্মিল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ, জানা গিয়েছে অভিযুক্তকে আদালতে তোলা হবে।

এই ঘটনায় জলঙ্গির ব্লক সভাপতি রাকিবুল ইসলামের দাবি, ‘এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল (tmc) দলের কোনরকম যোগাযোগ নেই’।

Smita Hari

সম্পর্কিত খবর