বাংলার যা করণীয়, আজ নন্দীগ্রাম তা করে দেখিয়েছে- মন্তব্য নরেন্দ্র মোদীর

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের মাঝেই বৃহস্পতিবার জয়নগরে নির্বাচনী সভা বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। নন্দীগ্রাম থেকে প্রধানমন্ত্রীর আজকের সভা করা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে উল্টো দিকে জয়নগরের সভা থেকে মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় আক্রমণ করতেও ছাড়লেন না প্রধানমন্ত্রী মোদী।

সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জয়নগরের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশে গিয়ে যশোরেশ্বরী কালীমন্দিরে আমার পুজো দেওয়া নিয়ে দিদির আপত্তি ছিল। ওড়াকান্দিতে গিয়ে দেশের জন্য আশীর্বাদ চাওয়াতেও দিদির রাগ হয়েছে। তাহলে বলুন- হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা, কালীর মন্দিরে যাওয়া এসব কি ভুল?’

   

kcbshcbcb

বাংলায় তৃণমূলের নানা কর্মকান্ডকে তুলে ধরে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের তোলাবাজি, কাটমানি- গরীবের থালাকেও বাদ দেয়নি। চিন্তা করবেন না,বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শিল্পের মাঠ গড়ে উঠবে। কেন্দ্রের দেওয়া আমফানের ক্ষতিপূরণের টাকা মানুষের কাছে না গিয়ে তৃণমূলের দফতরে পৌঁছেছে। তৃণমূলের দুর্নীতির অপর নাম খেলা হবে। দিদির কাছে বাংলা খেলার মাঠ, আর বিজেপির কাছে উন্নয়নের মাঠ, শিক্ষার মাঠ হয়ে উঠবে বাংলা’।

‘কুল নয় তৃণমূল, বাংলার মানুষের কাছে শূল’- এভাবে কটাক্ষ করে মোদী জি বলেন, ‘বাংলার ছেলেমেয়েদের রক্তের খেলার হিসেব দিতেই হবে দিদিকে। এই খেলা আর চলবে না বাংলায়। মাত্র এক মাসের অপেক্ষা, তারপর বাংলায় পরিবর্তন আসবেই। প্রথম দফার ভোটের অভূতপূর্ব সাড়াই প্রমাণ করছে, আমরা ২০০-র বেশি আসনে জিতব। সমগ্র বাংলার যা করণীয়, আজ নন্দীগ্রাম তা করে দেখাচ্ছে। ১০ বছর যদি ঠিক করে কাজ করতেন, তাহলে আজকে এসে কি অন্য দলের থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হত?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর