মাওবাদীদের নিকেশ করেই এই লড়াই থামবে! শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ঘোষণা অমিত শাহের

বাংলাহান্ট ডেস্কঃ ছত্তিশগড়ের (chhattisgarh) বস্তারে জগদলপুরে মাওবাদী হামলায় মৃত জওয়ানদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। সোমবার সেখানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছত্তিশগড়ের মুখ‌্যমন্ত্রী ভুপেশ বাঘেল, পুলিশ ও সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন অমিত শাহ।

কড়া হাতে মাওবাদীদের দমনের হুঙ্কার দেন অমিত শাহ। মাওবাদীদের শেষ করেই এই লড়াই থামবে- বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ৫-৬ বছর ধরে মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। যার কারণেই তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এই কাজ করেছে মাওবাদীরা। দেশবাসী এবং দেশের শান্তি বজায় রাখতে গিয়ে শহীদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। তাদের এই আত্মবলিদান ব্যর্থ হবে না। প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের তরফ থেকে আমি তাদের স্যালুট জানাচ্ছি’।

এরপরই হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘মাওবাদীদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আরও কড়া পদক্ষেপ নিতে হবে। মাওবাদীদের বিনাশ না হওয়া পর্যন্ত শান্তি নেই। চূড়ান্ত পরিণতি হবে মাওবাদীদের। জওয়ানদের মনোবল কখনই ভাঙ্গতে দেব না আমরা। দ্রুতই মাওবাদীদের শেষ করতে হবে। এই লড়াই মাওবাদীদের শেষ করে, তবেই থামবে’।

vvjvnsfj

প্রসঙ্গত, অসম নির্বাচনী সফরের প্রাক প্রস্তুতি থাকলেও, রবিবার মাওবাদী হামলার খবর পাওয়া মাত্রই সভা বাতিল করে দিল্লী ফিরে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পৌঁছিয়ে চলে উচ্চ পর্যায়ের বৈঠক। এরপর সোমবারই সেখানে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌঁছান তিনি। অন্যদিকে কংগ্রেস প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারও বাতিল করে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের হাসপাতালে দেখতে যান ছত্তিশগড়ের মুখ‌্যমন্ত্রী ভুপেশ বাঘেল। সেইসঙ্গে কেন্দ্র সরকারকে জানান, মাওবাদী দমনে কেন্দ্রকে সর্বোতভাবে সাহায্য করবে রাজ্য।


Smita Hari

সম্পর্কিত খবর